তিনটে ক্যামেরার জন্য সাড়া পড়ে গেছে মোবাইল দুনিয়ায়। শুধু যে ক্যামেরা তা নয়, রয়েছে একাধিক ফিচারও। নীল, কালো ও সোনালী রঙে পাবেন Samsung Galaxy A7। তবে ফোনটির ইউএসপি তার ক্যামেরাই। ইতিমধ্যে মানুষের চাহিদার দিকে নজর দিয়েছে স্যামসাং। দেখা গেছে, মূলত ফোন কেনা হয়ে থাকে ক্যামেরার ফিচার দেখে। অবশ্যই তাতে থাকা চাই বেশি মেগাপিক্সেল সেন্সর। আর সেই সব চাহিদাকে প্রশ্রয় দিতেই স্যামসাং এর নতুন ফোন Samsung Galaxy A7।
বর্তমানে নিশ্চই ট্রেন্ডের সঙ্গে গা ভাসিয়ে আপনার চাহিদায় রয়েছে জুম, বোকে এবং ওয়াইড লেন্স। তাহলে এই ফোন আপনার জন্যই। প্রথমত, তিনটি ক্যামেরা। যার মধ্যে রয়েছে ২৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সারও আর একটি ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর ক্যামেরা। সামনে সেলফি তোলার জন্য ২৪ মেগাপিক্সেল বরাদ্দ। দ্বিতীয়ত, ম্যানুয়ালি বদলে নিতে পারবেন ভিউ অ্যাঙ্গেল। ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রেও রয়েছে এই সুবিধা। বিভিন্ন আকর্ষণীয় ফিচারের সঙ্গে থাকবে লাইভ ফোকাস।
কিন্তু আদৌ কি কোম্পানির দাবি অনুযায়ী ফোনটির ক্যামেরা আর পাঁচটা ফোনের চেয়ে আলাদা? একদিনের ব্যবহারে আপনার জন্য রইল Samsung Galaxy A7 এর খুঁটিনাটি। Samsung Galaxy A7 এর ক্যামেরা এই দামের মধ্যে নজরকাড়া। উজ্জ্বল আলোর পাশাপাশি কম আলোতেও বেশ সুন্দর ছবি এতে তুলতে পারবেন আপনি। ছবি তোলার সময় অন্য়ান্য ছবির সঙ্গে ফারাক করতে পারবেন, এই ক্য়ামেরায় প্রত্য়েকটা রঙকে আলাদা আলাদা করে তুলে ধরে। প্রকৃতপক্ষে, বোকে ফিচারটি অতিরিক্ত আলোতে বেশ ভালভাবে কাজ দেয়। নিজেই দেখে নিন ফোনের তিন ক্যামেরায় তোলা ছবি।
Samsung Galaxy A7 camera sample.
Samsung Galaxy A7 camera sample.
Samsung Galaxy A7 camera sample.
Samsung Galaxy A7 camera sample.
Samsung Galaxy A7 camera sample.