Advertisment

৮০০০ টাকা দাম কমল স্যামসাংয়ের ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের

তিনটি রিয়ার ক্যামেরাই সেলফি হিসাবে ব্যবহার করতে পারবেন আপনি। যার মধ্যে রয়েছে ৪৮ মেগাপিক্সেল, ৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ডেপথ সেন্সরের জন্য থ্রিডি ফ্লাইট ক্যামেরা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

লঞ্চের সময় দাম ছিল ৪৭,৯৯০ টাকা। এখন তার দাম ৩৯,৯৯০ টাকা। এবছর জুলাই মাসে লঞ্চ হয় স্যামসাংয়ের Galaxy A80। যার ইউএসপি রোটেট ট্রিপিল ক্যামেরা। যেখানে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। উল্লেখ্য, এটি স্যামসাংয়ের প্রথম রোটিং ট্রিপিল ক্যামেরা ফোন। এই ফোনটি আপনি এখন পেয়ে যাবেন ৮০০০ টাকা কম দাম।

Advertisment

স্যামসাং সদ্য জানিয়েছে স্যামসাং ই স্টোর ও অ্যামাজনে এই ফোনের দাম কমানো হল। তবে দোকানে Galaxy A80 এর দাম ৩৯,৯৯০ টাকা হবে কিনা সে বিষয়ে কোম্পানি কিছু বলেনি। ফোনটি কিনলে বিনামূল্যে ইউটিউব প্রিমিয়াম সাবসক্রিপশন পাবেন ছয় মাসের।

আরও পড়ুন: দেওয়ালির সময় আইফোন ১১ কিনতে চান? নাও পেতে পারেন

এই ফোনে রয়েছে ইনফিনিটি ডিসপ্লে যা সাধারণত স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোনে থেকে থাকে। কোনো পাঞ্চহোব ক্যামেরা নেই এই ফোনে। বেজেললেস স্ক্রিন, ৬.৭ ইঞ্চির FHD+ Super AMOLED ডিসপ্লে রয়েছে এই ফোনে। কোয়ালকম স্ন্যাপড্রগন ৭৩০জি অক্টাকোর প্রসেসর এবং ৮জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজে চলবে এই ফোন। অপারেটিং সিস্টেমে থাকছে ‌যান্ড্রয়েড পাই। রয়েছে ৬০ ডিগ্রি ডলবি অ্যাটমোস সাউন্ড সিস্টেম।

আরও পড়ুন: যে কোনও আঙ্গুলের ছাপে খুলে যাচ্ছে ফোনের ‘তালা’, বিপাকে স্যামসাং

তিনটি রিয়ার ক্যামেরাই সেলফি হিসাবে ব্যবহার করতে পারবেন আপনি। যার মধ্যে রয়েছে ৪৮ মেগাপিক্সেল, ৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ডেপথ সেন্সরের জন্য থ্রিডি ফ্লাইট ক্যামেরা। এছাড়া ৩৭০০ mAh ব্যাটারি ও ফাস্ট চার্জিংএর সুবিধা রয়েছে এই ফোনে।

Read the full story in English

smartphone
Advertisment