Advertisment

স্যামসাং নিয়ে এল Galaxy J7 Duo, দেখে নিন নতুন কি রয়েছে এই ফোনে

এবার অত্যাধুনিক ফিচার সহ সাধ্যের দামে ফোন নিয়ে এল  স্যামসাং। ফোনটির নাম  Galaxy J7 Duo। যার বাজারমুল্য ১৬৯৯৯ টাকা। ১২ এপ্রিল ভারতের বাজারে লঞ্চ করছে এই ফোনটি

author-image
IE Bangla Web Desk
New Update
samsung j7 duo

অত্যাধুনিক ফিচার সহ সাধ্যের দামে ফোন নিয়ে এল  স্যামসাং

কিছুদিন আগে সস্তায় বেশ কয়েকটি স্মার্টফোন এনে স্যামসাং সাড়া ফেলেছিল মোবাইল দুনিয়ায়। এবার নিজেদের একাধিপত্য বজায় রাখতে বেশ কিছু অত্যাধুনিক ফিচার সহ সাধ্যের মধ্যে স্যামসাং নিয়ে এল  Galaxy J7 Duo। যার বাজারমুল্য ১৬৯৯৯ টাকা। ১২ এপ্রিল ভারতের বাজারে লঞ্চ করছে এই ফোনটি।

Advertisment

Galaxy J7 Duo ফোনটিতে রয়েছে ১৩ এবং ৫ মেগাপিক্সেলের ক্যামেরা কম্বিনেশন সহ LED ফ্ল্যাশ। অ্যান্ডরয়েড ৭.১ নুগাট অপারেটিং সিস্টেমে চলা এই ফোনটি ৪ জিবি র‍্যাম ভার্সনে পাওয়া যাবে । ৫.৫ ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লের এই ফোনটিতে থাকবে এইচডি (৭২০x ১২৮০ পিক্সেল) রেজলিউশন। Exynos 7 সিরিজ অক্টা-কোর প্রসেসরে চলা এই ফোনটিতে থাকবে ৩২ জিবি স্টোরেজ । ২৫৬ জিবি অবধি এর স্টোরেজ বাড়ানো যাবে এক্সটারনাল এসডি কার্ডের সাহায্যে।  এই ফোনটিতে পাওয়া যাবে ফেস আনলক, সেলফি ফোকাস, ও বিউটি মোডের মত অত্যাধুনিক ফিচারও।

 ১৬৯৯৯ দামে ইতিমধ্যেই বাজারে পাওয়া যায় নোকিয়া সিক্স এবং রেডমি নোট ফাইভ প্রো। রেডমি ফাইভ প্রোয়ের পর বাজারে একই দামে নোকিয়া লঞ্চ করেছে অত্যাধুনিক ফিচার সহ  নোকিয়া সিক্স। নোকিয়া সিক্স ফোনটিতে পাওয়া যায় দুটি র‍্যাম এবং স্টোরেজ অপশনে। ৩ জিবি র‍্যাম সমেত ফোনটিতে রয়েছে ৩২ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র‍্যাম ফোনটিতে আছে ৬৪ জিবি স্টোরেজ। দুটি ফোনেই রয়েছে কোয়ালকমের চিপসেট স্ন্যাপড্রাগন ৬৩০।  ১৮.৯ অ্যাসপেক্ট রেশিও সমেত ৫.৫ ইঞ্চির ডিসপ্লের এই ফোনটিতে রয়েছে ১০৮০ x ১৯২০ পিক্সেলের এইচডি  রেজলিউশন। এক্সটার্নাল স্টোরেজ স্লটের জন্য রয়েছে ২৫৬ জিবি অবধি মেমরি কার্ড লাগানোর সুবিধাও।

অ্যান্ডরয়েড ৮.১ ওরিও  অপারেটিং সিস্টেমে চলা এই ফোনটিতে একবার চার্জে ১৬ ঘন্টা চলার মত শক্তিশালী ৩০০০ এম এইচের ব্যাটারি ও পাওয়া যাবে। ১৬ ও ৮ মেগাপিক্সেলের ক্যামেরা কম্বিনেশন রয়েছে নোকিয়া সিক্সে। । এছাড়াও এই ফোনটিতে পাওয়া যাবে ‘বোথি’ (bothie) ফিচার, যা দিয়ে একসঙ্গে ব্যবহার করতে পারবেন দুদিকের ক্যামেরাই।তবে ১৮.৯ অ্যাসপেক্ট রেশিও, ৫.৫ ইঞ্চির ডিসপ্লে এমন কিছু নতুন ফিচার নয়।

বাজারে বর্তমানে এর চেয়ে কম দামের ফোনেও এই রেশিও সমেত একই মানের ডিসপ্লে পাওয়া যাবে। নোকিয়া সিক্স(২০১৮) এ ডুয়াল-রিয়ার ক্যামেরা থাকলেও তা আহামরি কিছু নয়। রিভিউ করে দেখা গেছে বাজারচলতি অনেক ফোনের ক্যামেরাই এর চাইতে ভাল ছবি তুলতে সক্ষম।

আরও পড়ুন: নোকিয়া সিক্স কিনবেন নাকি রেডমি নোট ৫ প্রো, বেছে নেবেন কী দেখে

ইতিমধ্যেই গুজব রটেছে  শাওমি নাকি বাজার কেড়ে নিয়েছে স্যামসংয়ের। সে গুজব কতটা সত্যি তা যাচাই করবে  Galaxy J7 Duo। শাওমির নতুন ফোন রেডমি নোট ৫ প্রো মূলত ক্যামেরার দিকে নজর রেখেই তৈরি করা হয়েছে। পোর্ট্রেট ফটোর জনপ্রিয়তার বিষয়টি মাথায় রেখে রেডমি নোট ৫ প্রোতে দেওয়া হয়েছে দুটি ব্যাক ক্যামেরা। যার মূলটি এফ/২.২ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেল আর অন্যটি ৫ মেগাপিক্সেলের। সামনে থাকা ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সঙ্গে রয়েছে LED ফ্ল্যাশ। এখানেই শেষ নয়, এ ক্যামেরায় রয়েছে অন্ধকারেও ব্রাইট ছবি তোলার মত অত্যাধুনিক ফিচার। ফোনটিতে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩৬ অক্টাকোর প্রসেসর, ৪ অথবা ৬ গিগাবাইট র‌্যাম ও ৬৪ গিগাবাইট স্টোরেজ। ১৮:৯ অনুপাতের ৫.৯৯ ইঞ্চ ডিসপ্লেতে আছে ১০৮০ x ২১৬০ পিক্সেল রেজলিউশন। দীর্ঘ সময় ব্যবহারের জন্য ৪ হাজার এমএএইচ ব্যাটারি সহ মিলবে অ্যান্ড্রয়েড ৭ নুগ্যাট অপারেটিং সিস্টেম।  এই ফোনটির বাজারমূল্য ১৬ ৯৯৯ টাকা। তবে জিও সিম নিলে ২২০০ টাকা অবধি মিলবে ক্যাশব্যাক অফার। প্রথমে ২৯৯ বা ১৯৮ রিচার্জ করলে, পরবর্তী ৫০ টাকা রিচার্জে ৪৪ টাকা অবধি ক্যাশব্যাক পাবেন নতুন গ্রাহকরা। মাই জিও অ্যাপের মধ্যে মাই ভাউচারে মিলবে পরবর্তী ক্যাশব্যাকের তালিকা। এই অফারের সময়সীমা এ বছরের ৩১ মার্চ শেষ হলেও ক্যাশব্যাক মিলবে ২০২২ সালের ৩১ মে অবধি। ৪ জি স্পীডে ৪.৫ টিবি অবধি ডেটা পাবে নতুন গ্রাহকরা।

smartphone samsung
Advertisment