মধ্যবিত্তের জন্য এস সিরিজের নয়া ফোন লঞ্চ করল স্যামসাং

অক্টাকোর Exynos প্রসেসর বা কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসরে সঙ্গে ৬ ও ৮ জিবি র‌্যাম থাকবে ফোনটিতে। কিন্তু, এই মডেলের ক্ষেত্রে ১২ জিবি র‌্যামের ভেরিয়েন্ট পাওয়া যাবে না।

অক্টাকোর Exynos প্রসেসর বা কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসরে সঙ্গে ৬ ও ৮ জিবি র‌্যাম থাকবে ফোনটিতে। কিন্তু, এই মডেলের ক্ষেত্রে ১২ জিবি র‌্যামের ভেরিয়েন্ট পাওয়া যাবে না।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

Samsung Galaxy S10e price, specifications: বাজারে আসতে চলেছে স্যামসাং Galaxy S10e। এই সেটটিকে বলা হচ্ছে নতুন S10 সিরিজের মধ্যে সবচেয়ে পকেট ফ্রেন্ডলি। বৃহস্পতিবার আমেরিকার সান ফ্রান্সিস্কোতে S10 ও S10+ মডেলের সঙ্গেই লঞ্চ করা হল স্যামসাং S10e। ঠিক যেমন iPhone XS এবং iPhone XS Max ফোনের সঙ্গে অ্যাপেল বাজারে নিয়ে এসেছিল iPhone XR। এ ক্ষেত্রেও তেমনই উদ্যোগ নিল স্যামসাংও।

Advertisment

স্যামসাং Galaxy S10eতে থাকছে ৫.৮ ইঞ্চির HD+ ডিসপ্লে সঙ্গে ১৯:৯ রেজোলিউশনের AMOLED ইনফাইনিটি 'ও'। তবে, এই ফোনে থাকবে না কার্ভড ডিসপ্লে, তিনটি ক্যামেরা ও নেক্সট জেনারেশনের আল্ট্রা সনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

আরো পড়ুন:Samsung Galaxy: লঞ্চ হল স্যামসাংয়ের তিন ক্যামেরার ফোন, নতুনত্ব কী?

Advertisment

অক্টাকোর Exynos প্রসেসর বা কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসরে সঙ্গে ৬ ও ৮ জিবি র‌্যাম থাকবে ফোনটিতে। কিন্তু, এই মডেলের ক্ষেত্রে ১২ জিবি র‌্যামের ভেরিয়েন্ট পাওয়া যাবে না। এ ক্ষেত্রে ইন্টারনাল স্টোরেজে থাকবে ১২৮ ও ২৫৬ জিবি। তাছাড়া, এক্সটারনালের ক্ষেত্রে ৫১২ জিবি পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহারের সুবিধাও রয়েছে। ফোনেটির প্রান্তে থাকবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও ফেসিয়াল রেকগনিশন।

publive-image Samsung Galaxy S10e

রিয়ার ক্যামেরায় ওয়াইড অ্যাঙ্গেলের ১২ মেগাপিক্সেল সেন্সরের সঙ্গে থাকবে F/১.৫ এবং f/২.৪ ডুয়াল অ্যাপারচার, অন্যটিতে ১৬ মেগাপিক্সেলের সঙ্গে রয়েছে ১২৩ ডিগ্রী ভিউ ও 0.5x অপটিকাল জুম্। ফ্রন্ট ক্যামেরা থাকবে ১০ মেগাপিক্সেল। এছাড়া ৩১০০ mAhব্যাটারি এবং সুপার চার্জের সুবিধাও রয়েছে ফোনটিতে।

স্যামসাং Galaxy S10e চলবে সংস্থার নিজস্ব OneUI অপারেটিং সিস্টেমে, এটি অ্যান্ড্রয়েড ৯.০ পাই ভার্সনের ভিত্তিতে তৈরি।

Read the full story inEnglish

smartphone samsung