Advertisment

সেরার সেরা হতে পারে স্যামসাং-এর আপকামিং ফোন, কেন জানেন?

অধিকাংশ স্মার্টফোন '4K' রেকর্ডিং এর ফিচার দিয়ে থাকে। '8K' তে ভিডিও অর্থাৎ প্রায় ৩৩,১৭৭,৬০০ পিক্সেলে ক্যাপচার করবে ফোনের ক্যামেরা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

8K তে ভিডিও রেকর্ডিং করা যাবে স্যামসাং এর Galaxy S11 ফোনে। যা স্মার্টফোন দুনিয়ায় প্রথম। এই ফোনের ক্যামেরা উন্নত করেছে XDA Developers। ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে এই ফোনে। ২০২০ সালের ফেব্রুয়ারিতে লঞ্চ হবে মার্চ মাসে।

Advertisment

'8K' তে ভিডিও রেকর্ডিং'র সময় অ্যাসপেক্ট রেশিও হবে ২০:৯। অধিকাংশ স্মার্টফোন '4K' রেকর্ডিং এর ফিচার দিয়ে থাকে। '8K' তে ভিডিও অর্থাৎ প্রায় ৩৩,১৭৭,৬০০ পিক্সেলে ক্যাপচার করবে ফোনের ক্যামেরা। যার জন্য প্রয়োজন ১০৮ মেগাপিক্সেল।

আরও পড়ুন: সাধ্যের দামে সাধারণের জন্য ট্রেন্ডি ফোন লঞ্চে হতে চলেছে ভারতের বাজারে

অন্যদিকে শাওমির Mi Note 10 থাকছে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা। এর মধ্য়ে থাকবে 5x অপটিকাল জুম।

Samsung Galaxy S11: Display, sizes

Galaxy S11 এ থাকবে না ওয়াটারফল স্ক্রিন ডিজাইন। বেজেল প্রায় থাকবে না বলে জানিয়েছে কোম্পানি। স্ক্রিন হবে কার্ভড। উল্লেখ্য, একটা নয় এই সিরিজে তিনটি ফোন লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। S11, S11+ এবং S11e। প্রতিটি ফোনের ডিসপ্লে সাইজ হতে পারে, ৬.৭, ৬.৯ ও ৬.৪ ইঞ্চি। অবশ্যই ফাইভজি থাকবে এই ফোনে।

Read the full story in English

samsung
Advertisment