Samsung Galaxy S25 Edge : 200MP ক্যামেরা সহ বাজার কাঁপাতে আসছে Samsung Galaxy S25 Edge! নয়া এই ফ্ল্যাগশিপ ফোনে রয়েছে একাধিক শক্তিশালী ফিচার। কবে লঞ্চ?
বাজারে ফের একবার শোরগোল ফেলতে চলেছে Samsung Galaxy S25 Edge! এটিই হতে চলেছে Samsung এর সবচেয়ে পাতলা ফ্ল্যাগশিপ ফোনগুলির মধ্যে একটি। Samsung Galaxy S25 Edge-এ থাকতে পারে একটি 12MP সেন্সর। একই সময়ে, পিছনের প্যানেলে থাকবে 200MP ক্যামেরা এবং একটি 12MP আল্ট্রাওয়াইড শ্যুটার। পাশাপাশি থাকবে শক্তিশালী প্রসেসর।
S25 Edge-এ থাকতে পারে 6.7-ইঞ্চি ডিসপ্লে। ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসসের পাশাপাশি থাকবে 3900mAh ব্যাটারি। যাতে থাকবে 25W ফাস্ট চার্জিং সাপোর্ট।
এই মডেলটিতেও Galaxy S25 এবং Galaxy S25+ এর মতো Snapdragon 8 Elite SoC রয়েছে। বেস ভেরিয়েন্টটিতে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ রয়েছে, যার দাম ভারতে ১,২৯,৯৯৯ টাকা হতে পারে বলেই জানা গিয়েছে।
পাশাপাশি এই মডেলে থাকবে ডুয়াল স্পিকার সেটআপ এবং 5G কানেক্টিভিটি। সংযোগের জন্য, ফোনটিতে Wi-Fi 7, Bluetooth 5.4 এবং USB-C 3.2 পোর্ট থাকবে। আশা করা হচ্ছে স্যামসাং ২০২৫ সালের এপ্রিলে আসন্ন এই স্মার্টফোনটি লঞ্চ করতে পারে।