Advertisment

দুটো পুরোন ফোন মিলিয়ে একটা নতুন ফোন, স্যামসাংয়ের নয়া প্রকল্প

প্রথমত, Galaxy S এবং Note দুই ফ্ল্যাগশিপ ফোনের মধ্যে খুব একটা তফাৎ নেই। দ্বিতীয়ত, হুবহু এক না হলেও, ডিজাইন এবং স্পেশিফিকেশনের দিক দিয়ে Galaxy S Plus মডেলটি Note এর কাছাকাছি। শুধুমাত্র S-Pen এর তফাৎ।

author-image
IE Bangla Web Desk
New Update
X Samsung could merge the Galaxy S and Galaxy Note line-up into a single unified series

দুটি সিরিজের ফোন লাইন আপ করে নিয়ে আসছে নতুন সেগমেন্টের ফোন।

পছন্দের তালিকায় Galaxy S আবার Galaxy Noteও। কী করবেন তালগোল পাকিয়ে গেছে ? চিন্তা করবেন না। আপনার এই জট ছাড়িয়ে দেবে স্যামসং সংস্থা নিজেই। দুটো ফোন মিলিয়ে একটি নতুন সিরিজের ফোন বানাতে চলেছে স্যামসাং।

Advertisment

যদিও এব্যাপারে কোনও নিশ্চিত খবর নেই, তবে এমনটা ঘটা অস্বাভাবিক নয়। প্রথমত, Galaxy S এবং Note দুই ফ্ল্যাগশিপ ফোনের মধ্যে খুব একটা তফাৎ নেই। দ্বিতীয়ত, হুবহু এক না হলেও, ডিজাইন এবং স্পেশিফিকেশনের দিক দিয়ে Galaxy S Plus মডেলটি Note এর কাছাকাছি।  শুধুমাত্র S-Pen এর তফাৎ। Galaxy Note-এ  S-Pen রয়েছে।
ইতিমধ্যে বাজারে গুজব ছড়িয়েছে Galaxy Note 9 এর স্পেসিফিকেশন পুরোপুরি একই Galaxy S9+ এর সঙ্গে। যদিও তফাৎ রয়েছে স্ক্রিনের সাইজের। Galaxy Note 9 এর স্ক্রিন সাইজ ৬.৩৮ ইঞ্চি এবং Galaxy S9+ এর স্ক্রিন সাইজ ৬.২২ ইঞ্চি।

আরও পড়ুন :প্রকাশ্যে Samsung Galaxy Note 9 এর আউটলুক, S-Pen থাকবে একাধিক ফিচার

দুটো ফোন মিলিয়ে দেবার একটা কারণ হতে পারে খরচ কমানো। যদি তথ্য সঠিক হয়, তাহলে আন্দাজ করা যায়, খুব শীঘ্রই বাজারে লঞ্চ হতে চলেছে S-Pen সহ Galaxy S10 এবং Galaxy S10+। ২০১৯ সালের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস লঞ্চ করা হতে পারে আসন্ন এই ফোন।
কিন্তু সংস্থা এই মূহুর্তে শুধু জানিয়েছে তারা দুটি সিরিজের ফোন লাইন আপ করে নিয়ে আসছে নতুন সেগমেন্টের ফোন। এদিকে Galaxy Note 9 এর লঞ্চ হবে ৯ অগাস্ট। যার ইউএসপি হবে প্রসেসর ও ব্লুটুথ সহ S-Pen stylus। যা দিয়ে তুলতে পারবেন ছবিও।

অন্যদিকে ভারতে দ্বিতীয় বৃহত্তম স্যামসাং ইলেকট্রনিক্সের কারখানা স্থাপিত হয়েছে উত্তর প্রদেশের নয়ডায়। নতুন এই কারখানা তৈরির ফলে, ফোনের বার্ষিক উৎপাদন ৬৮ মিলিয়ন থেকে বেড়ে পৌঁছবে ১২০ মিলিয়নে।  ২০২০ সালের মধ্যে প্রতি মাসে ১ কোটি ফোন তৈরির পরিকল্পনা রয়েছে স্যামসাংয়ের। ভারত থেকেই অন্য দেশের বাজারে ৩০ শতাংশ মোবাইল ফোন রফতানির রোডম্যাপের কথা ইতিমধ্যেই জানিয়েছে স্যামসাং।

samsung
Advertisment