Advertisment

অভিনব ভাঁজ! কী এমন রয়েছে স্যামসাংয়ের দেড় লাখি স্মার্টফোনে?

আপাতভাবে দেখলে গ্যালাক্সি ফোল্ড সামান্য পুরু এবং কিছুটা পুরোনো আদলে তৈরি। কিন্তু, বইয়ের ভাঁজের মত খুললে ৭.৩ ইঞ্চির ট্যাবে পরিণত হবে ফোনটি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

স্যামসাং নিজের ভিটে ছেড়ে হঠাৎ কেন এতটা দূরে এবং প্রায় প্রতিদ্বন্দ্বীর উঠোনে এসে তাদের ফ্ল্যাগশিপ মোবাইল ফোনটি লঞ্চ করতে গেল? প্রশ্নটা দীর্ঘক্ষণ মাথায় ঘুরছিল। কিন্তু গ্যালাক্সি ফোল্ডের লঞ্চ অনুষ্ঠানের শেষে এসে কারণটা স্পষ্ট হল। এদিনের লঞ্চ অনুষ্ঠানটি হল সেই বিল গ্রাহাম অডিটোরিয়ামে, যেখানে আজ থেকে প্রায় চার দশক আগে ১৯৭৭ সালে স্টিভ জোবস নামে এক ব্যক্তি গোটা দুনিয়াকে অ্যাপল টু-র সঙ্গে পরিচয় করিয়েছিলেন। সে সময়ের কম্পিউটিং-এর ধারনাই আমূল বদলে দিয়েছিল অ্যাপেল টু। আর ২০১৯-এ গ্যালাক্সি ফোল্ড লঞ্চ করে স্যামসাং-এর দাবি, এবার স্মার্টফোন ব্যবহারের প্রচলিত ধারনাকে নতুন পথ দেখাবে এই ফোন।

Advertisment

publive-image The Samsung Fold

আপাতভাবে দেখলে স্যামসাং গ্যালাক্সি ফোল্ড সামান্য পুরু, এবং কিছুটা পুরোনো আদলে তৈরি। কিন্তু, বইয়ের ভাঁজের মত খুললে ৭.৩ ইঞ্চির ট্যাবে পরিণত হবে ফোনটি। স্যামসাং জানাচ্ছে, কোনও অ্যাপ বা ফিচার খোলা থাকলে, ভাঁজ খোলার সঙ্গে সঙ্গেই তা এক স্ক্রিন থেকে অন্য স্ক্রিনে খুব সহজেই বদলে নেওয়া সম্ভব হবে। আর ভাঁজ খুলে ফেলার পর স্ক্রিনে ভাঁজের কোনও দাগই দেখতে পাওয়া যাবে না।

publive-image The Samsung Fold

আরও পড়ুন: Samsung Galaxy: লঞ্চ হল স্যামসাংয়ের তিন ক্যামেরার ফোন, নতুনত্ব কী?

গ্যালাক্সি সিরিজের দশ বছর পূর্তি উপলক্ষ্যে প্রায় ২ কোটি ব্যবহারকারীর অভিজ্ঞতা ও চাহিদাকে বিশ্লেষণ করে নতুন এই স্মার্টফোনটি বাজারে এনেছে স্যামসাং। জানা যাচ্ছে, কোনও অ্যাপ ছোট স্ক্রিনে দেখার যা অভিজ্ঞতা, সেই একই অ্যাপ একটু অন্যভাবে বড় স্ক্রিনে দেখার অভিজ্ঞতা পাবেন গ্যালাক্সি ফোল্ড ব্যবহারকারীরা। এছাড়া, এটিই এই মুহূর্তে একমাত্র মোবাইল ফোন যেখানে তিনটি অ্যাপ একই সময়ে (মাল্টিটাস্কিং) চালাতে সক্ষম। স্যামসাং ফোল্ডে মোট ছটি ক্যামেরা রয়েছে। এর মধ্যে তিনটি রিয়ার, বাকি দু'টি ট্যাবের একদম ডানদিকে ধারে এবং অন্যটি ভাঁজ করা অবস্থায় নিয়ম মেনে সামনের দিকে থাকবে।

আরও পড়ুন:বাড়িতে বসে আপডেট করুন নিজের আধার কার্ড, জেনে নিন কীভাবে

আপাতত গ্যাজেট দুনিয়ায় এই ফোনের যাবতীয় ফিচার ও স্পেসিফিকেশন তুলনাহীন। মার্কিন যুক্তরাষ্ট্রে এই স্যামসাং ফোল্ডের দাম ১,৯৮০ ডলার, অর্থাৎ বর্তমান ভারতীয় টাকার হিসেবে ১,৪০,৯১৬ টাকা। এপ্রিল মাস থেকে সাধারণের ক্রয়ের জন্য বাজারে পাওয়া যাবে স্যামসাং গ্যালাক্সি ফোল্ড। তবে, এই মহার্ঘ স্মার্ট ফোন কেনার সাধ থাকলেও কত জনের যে সাধ্য কুলাবে তা ভাবার বিষয়।

publive-image The Samsung Fold

ফোরেস্টার গবেষণা কেন্দ্রের ভাইস প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক জিলেট বলেন, আপাতত স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ S10 সিরিজ। গতকাল, এই ফোনের তিন তিনটি মডেল বার করেছে সংস্থা। ডিসপ্লে, ক্যামেরা এবং কর্মক্ষমতার জন্য স্যামসাং চীনের বাইরেও, অ্যান্ড্রয়েড ফোনের নিরিখে বাজারে শীর্ষস্থান দখল করার ক্ষমতা রাখে। তবে সবার আগে বাজারে ফাইভ জি ও ফোল্ডেবল ফোন লঞ্চ করে এই মুহূর্তে শিরোনামে স্যামসাং।

Read the full story in English 

smartphone samsung
Advertisment