Advertisment

Chandra Grahan 2024: আপনিও সাক্ষী থাকুন বছরের শেষ চন্দ্রগহণের, দেখুন সেই বিষ্ময়কর ভিডিও

Chandra Grahan 2024: আজ ১৮ সেপ্টেম্বর বছরের শেষ চন্দ্রগ্রহণ। বিরল এই দৃশ্যের সাক্ষী থেকেছেন বিশ্বে কোটি কোটি মানুষ। চলতি বছরের এটি দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণ। এটি একটি আংশিক চন্দ্রগ্রহণ ।

author-image
IE Bangla Tech Desk
New Update
Chandra Grahan 2024:

বিরল এই দৃশ্যের সাক্ষী থেকেছেন বিশ্বে কোটি কোটি মানুষ।

Chandra Grahan 2024: আজ ১৮ সেপ্টেম্বর বছরের শেষ চন্দ্রগ্রহণ। বিরল এই দৃশ্যের সাক্ষী থেকেছেন বিশ্বে কোটি কোটি মানুষ। চলতি বছরের এটি দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণ। এটি একটি  আংশিক চন্দ্রগ্রহণ।

Advertisment

চলতি বছরের দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহণ কিছু সময় আগেই শেষ হয়েছে। এটি একটি আংশিক চন্দ্রগ্রহণ । পৌরাণিক কাহিনী অনুসারে, রাহু এবং কেতু যখন চন্দ্র বা সূর্যকে গ্রাস করতে আসে, তখন গ্রহন ঘটে। বিজ্ঞানের মতে, পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে তখন চন্দ্রগ্রহণ হয়।

'সামান্য' ভুলে বড় বিপদ! ঘন ঘন এসির ফিল্টার পরিষ্কার নয়, জানুন সঠিক সময়

জ্যোতিষশাস্ত্র অনুসারে, পূর্ণিমার দিনে চন্দ্রগ্রহণ হয় এবং অমাবস্যার দিনে সূর্যগ্রহণ হয়। ১৮ সেপ্টেম্বর, চন্দ্রগ্রহণ শুরু হয় সকাল ৬টা বেজে ১২ মিনিটে এবং চন্দ্রগ্রহণের সমাপ্তি হয় সকাল ১০টা বেজে ১৭ মিনিটে। এই চন্দ্রগ্রহণের ক্লাইম্যাক্স ঘটে সকাল ৮টা বেজে ১৪ মিনিটে। এই চন্দ্রগ্রহণ  ৪ ঘণ্টা ৫ মিনিট স্থায়ী হয়।

   

 

সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ এমন দুটি জ্যোতির্বিদ্যার ঘটনা, যা সারা বিশ্বের মানুষের দৃষ্টি আকর্ষণ করে। কোথাও বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আবার কোথাও আধ্যাত্মিকতার দৃষ্টিকোণ থেকে। চলতি বছরের দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহণ আজ কিছু সময় আগেই শেষ হয়েছে। এটি একটি আংশিক চন্দ্রগ্রহণ। যদিও ভারতে এই  চন্দ্রগ্রহণ দেখা যায় নি। আংশিক চন্দ্রগ্রহণের সাক্ষী থেকেছে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকার  কিছু অংশের পাশাপাশি এশিয়া ও রাশিয়ার পশ্চিমাঞ্চল এবং অ্যান্টার্কটিকার কিছু এলাকার মানুষ। 

তিন টাকার খরচে ৩০০ দিনের ভ্যালিডিটি! বাজার কাঁপিয়ে দিল BSNL-র এই প্ল্যান



২০২৪ সালের প্রথম চন্দ্রগ্রহণ হয়েছিল ২৫ মার্চ ২০২৪, ১৮ সেপ্টেম্বর বুধবার দ্বিতীয় চন্দ্রগ্রহণ। এছাড়া ৮ এপ্রিল সোমবার প্রথম সূর্যগ্রহণ হয়। আগামী ২ রা অক্টোবর বছরের দ্বিতীয় ও শেষ সূর্যগ্রহণ ঘটতে চলেছে।

lunar eclipse
Advertisment