Solar Air Conditioner: বিদ্যুৎ ছাড়াই গরমে থাকুন 'ঠান্ডা ঠান্ডা কুল কুল', বাজার দাপিয়ে বিরাট দাপট এই ব্যাটারির AC-র

1.5 Ton Price Solar Air Conditioner Price: একবার ভাবুন, দিনরাত এসি চালাচ্ছেন আর মাসের শেষে বিদ্যুৎ বিল আসছে 'শূন্য'। কী চমকে গেলেন তো? ভাবছেন রসিকতা? প্রচন্ড গরমে এসি চালিয়েও আসবে না ইলেকট্রিক বিল। এমনই 'ম্যাজিক' দেখাচ্ছে সোলার এসি।

1.5 Ton Price Solar Air Conditioner Price: একবার ভাবুন, দিনরাত এসি চালাচ্ছেন আর মাসের শেষে বিদ্যুৎ বিল আসছে 'শূন্য'। কী চমকে গেলেন তো? ভাবছেন রসিকতা? প্রচন্ড গরমে এসি চালিয়েও আসবে না ইলেকট্রিক বিল। এমনই 'ম্যাজিক' দেখাচ্ছে সোলার এসি।

author-image
IE Bangla Tech Desk
New Update
solar AC...

'ম্যাজিক' দেখাচ্ছে সোলার এসি।

1.5 Ton Solar AC Price: একবার ভাবুন, দিনরাত এসি চালাচ্ছেন আর মাসের শেষে বিদ্যুৎ বিল আসছে 'শূন্য'। কী চমকে গেলেন তো? ভাবছেন রসিকতা? প্রচন্ড গরমে এসি চালিয়েও আসবে না ইলেকট্রিক বিল। এমনই 'ম্যাজিক' দেখাচ্ছে সোলার এসি। 

Advertisment

প্রবল গরমে সোলার এসিতে পান সিমলার শীতলতা। তাও বিদ্যুৎ বিল সাশ্রয় করেই। অনেকেই এর আগে সোলার এসি নামের সঙ্গে কম-বেশি পরিচিত। কিন্তু কোথা থেকে কিনবেন এই আধুনিক প্রযুক্তির সোলার এসি? যদি আপনি প্রতি মাসে হাজার হাজার টাকার বিদ্যুৎ সাশ্রয় করতে চান তাহলে সোলার এসি একেবারে বেস্ট অপশন। আজকের এই প্রতিবেদনে জানুন ১.৫ টনের সোলার এসির দাম কত? কোথা থেকে কিনবেন এই সোলার এসি? 

ফ্যান ও এসির সঠিক অবস্থানেই 'খেলা বদল', ঘাম ঝরা গরমে পান হিমশীতল ঠাণ্ডা

দিন দিন তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বাড়ছে গরম। আর এই গরমে এসি মেশিন মানুষের কাছে আর্শীবাদ। গরম বাড়তেই মানুষ এখন বাড়িতে এসি ব্যবহার শুরু করেছেন। অবশ্যই, এসি গরম থেকে স্বস্তি দেয়। কিন্তু অনেকেই বিদ্যুৎ বিলের ভয়ে এসি কেনার সাহস দেখান না। আজকের এই প্রতিবেদনে এমনই এক এয়ার কন্ডিশনারের সম্পর্কে জানাতে চলেছি যেগুলি দিনরাত চালালেও আপনার বিদ্যুৎ বিল আসবে না। এই এসিগুলি সাধারণভাবে সৌরশক্তিচালিত, অর্থাৎ এগুলি সূর্যের আলোতে কাজ করে। যেহেতু এই এসিগুলি সৌরশক্তিতে চলে। তাই এগুলি সারাক্ষণ চালালেও বিদ্যুৎ বিল নিয়ে টেনশনের আর কোন কারণ নেই। চলুন জেনে নেওয়া যাক  কোম্পানিগুলো সোলার এসি বিক্রি করে এবং দাম'ই বা কত? 

Advertisment

১.৫ টন সোলার এসির দাম
সোলার এসি নিঃসন্দেহে ব্যয়বহুল কিন্তু স্রেফ এটি এককালীন বিনিয়োগ। কারণ এগুলি ইনস্টল করার পরে আপনাকে বিদ্যুৎ বিল নিয়ে চিন্তা করতে হবে না কারণ এই এসিগুলি বিদ্যুৎ খরচ করে না। এসির সাথে সোলার প্যানেল এবং ব্যাটারিও দিচ্ছে সংস্থা।

নজরকাড়া ফিচার, ডিজাইনে বিরাট চমকই শুধু নয়, এই স্মার্টফোন বাজার মাতাবে

এক্সাল্টা নামের একটি কোম্পানি সোলার এসি বিক্রি করে। এই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, কোম্পানির সোলার এসি দিনের বেলায় সোলার প্যানেল দিয়ে কাজ করে, কিন্তু সূর্যাস্তের পর অর্থাৎ সন্ধ্যায়, সোলার এসি ব্যাটারির সাহায্যে আপনাকে ঠান্ডা বাতাস দেয়। ৬টি সোলার প্যানেল (প্রতিটি প্যানেল ৩৫০ ওয়াট) এবং ৩০০ এএইচ লিথিয়াম ব্যাটারি সহ ১.৫ টনের এসিটি ২,৭০,০৩২ টাকায় বিক্রি হচ্ছে। এই পণ্যের তালিকা প্রকাশের মাধ্যমে, কোম্পানি স্পষ্ট করে দিয়েছে যে এই এসি চালানোর জন্য বিদ্যুতের প্রয়োজন হয় না।

শখের গাড়ির, বাইকের জন্য সাধের VIP নম্বর, এক-ক্লিকেই পান ইউনিক নম্বরপ্লেট

এছাড়াও, মোসেটা নামে একটি কোম্পানি সোলার এসি বিক্রি করে, কোম্পানির অফিসিয়াল সাইটে, ১.৫ টনের সোলার এসি ১,০৫,০০০ টাকায় বিক্রি হচ্ছে। এই পণ্যের কারিগরি স্পেসিফিকেশনের ক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয় যে এই এসিটি ৩৫০ ওয়াটের ২টি প্যানেল অথবা ৫৫০ ওয়াটের ১টি প্যানেলের সাথে আসবে। কিন্তু সৌরশক্তির পাশাপাশি, এই এসিটির জন্য ০.৫A শক্তিও প্রয়োজন হবে, যার অর্থ এই এসি খুব কম বিদ্যুৎ খরচে শীতল শীতলতা প্রদান করবে।

ননস্টপ রাইডিং, ডিজাইন, কালার ফিচারে চোখ ফেরানোর 'স্কোপ' থাকবে না

Air Conditioner