এক চার্জে দীঘা to কলকাতা, ওলা-আইকিউবের ঘুম ওড়াতে আসরে নামল এই ই-স্কুটার

বৈদ্যুতিক স্কুটারের ক্রমবর্ধমান জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে, বেঙ্গালুরুভিত্তিক সিম্পল এনার্জি শীঘ্রই একটি নতুন ফ্যামিলি ই-স্কুটার বৈদ্যুতিক স্কুটার বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। নতুন মডেলটি Ola S1X এবং TVS iQube সহ ভারতের অন্যান্য জনপ্রিয় বৈদ্যুতিক স্কুটারের সঙ্গে সরাসরি প্রতিযোগিতার আসরে নামবে।

বৈদ্যুতিক স্কুটারের ক্রমবর্ধমান জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে, বেঙ্গালুরুভিত্তিক সিম্পল এনার্জি শীঘ্রই একটি নতুন ফ্যামিলি ই-স্কুটার বৈদ্যুতিক স্কুটার বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। নতুন মডেলটি Ola S1X এবং TVS iQube সহ ভারতের অন্যান্য জনপ্রিয় বৈদ্যুতিক স্কুটারের সঙ্গে সরাসরি প্রতিযোগিতার আসরে নামবে।

author-image
IE Bangla Tech Desk
New Update
simple-energy-new-family-electric-scooter-competition-ola-iqube

ওলা ও আইকিউবের নতুন প্রতিদ্বন্দ্বী, বাজারে ঝড় তুলতে আসরে সিম্পল এনার্জি

ওলা ও আইকিউবের নতুন প্রতিদ্বন্দ্বী, বাজারে ঝড় তুলতে আসরে সিম্পল এনার্জি

Advertisment

বৈদ্যুতিক স্কুটারের ক্রমবর্ধমান জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে, বেঙ্গালুরুভিত্তিক সিম্পল এনার্জি শীঘ্রই একটি নতুন ফ্যামিলি ই-স্কুটার বৈদ্যুতিক স্কুটার বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। নতুন মডেলটি Ola S1X এবং TVS iQube সহ ভারতের অন্যান্য জনপ্রিয় বৈদ্যুতিক স্কুটারের সঙ্গে সরাসরি প্রতিযোগিতার আসরে নামবে।  

আরও পড়ুন- ৫,০০০ টাকা ডাউন পেমেন্ট পেয়ে যান দুর্দান্ত এই বাইক, ৭০০ কিলোমিটারের অনবদ্য মাইলেজ

Advertisment

সিম্পল এনার্জি ইতিমধ্যেই ভারতের শীর্ষ ১০ বৈদ্যুতিক টু-হুইলার বিক্রয় তালিকায় স্থান করার চেষ্টা করছে। বর্তমানে তাদের দুটি স্কুটার বাজারে রয়েছে—স্পোর্টি সিম্পল ওয়ান এবং সিম্পল ওয়ানএস। নতুন স্কুটারটি বিশেষ ভাবে পরিবারের জন্য ডিজাইন করা হয়েছে। আরামদায়ক রাইডের জন্য একেবারে উপযুক্ত এই ই-স্কুটার এমনই দাবি সংস্থার।

নতুন স্কুটারের নকশা সম্প্রতি অনলাইনে ফাঁস হয়েছে। এতে অনন্য ডিজাইন, LED হেডলাইট, হ্যান্ডেলবারে LED টার্ন ইন্ডিকেটর, ব্যাকরেস্টসহ লম্বা  সিট রয়েছে। এছাড়াও,থাকবে ব্লুটুথ এবং স্মার্টফোন সংযোগসহ টাচস্ক্রিন ডিসপ্লে, ১২-ইঞ্চি অ্যালয় হুইল, উভয় পাশে ড্রাম ব্রেক, টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং পিছনের শক অ্যাবজর্বার। স্কুটারটিতে থাকতে পারে ৩.৭ kWh ব্যাটারি, যা একবার চার্জে প্রায় ১৮০ কিলোমিটার রেঞ্জ দিতে পারবে বলে দাবি সংস্থার। 

আরও পড়ুন- বাজাজ পালসার NS125 নাকি হিরো এক্সট্রিম 125R: ১২৫ সিসি সেগমেন্টের সবচেয়ে শক্তিশালী বাইক কোনটি?

সিম্পল এনার্জি আশা করছে নতুন স্কুটারটি ব্যবহারিক সুবিধা ও আকর্ষণীয় বৈশিষ্ট্যের মাধ্যমে ভারতীয় বাজারে বড় প্রভাব ফেলবে এবং ওলা ও আইকিউবের মতো জনপ্রিয় বৈদ্যুতিক স্কুটারগুলির জন্য শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে।

Electric scooter