best mileage bike in india: ৫,০০০ টাকা ডাউন পেমেন্ট পেয়ে যান দুর্দান্ত এই বাইক, ৭০০ কিলোমিটারের অনবদ্য মাইলেজ

best mileage bike in india:যদি আপনি দৈনন্দিন যাতায়াতের জন্য একটি সাশ্রয়ী ও দুর্দান্ত মাইলেজযুক্ত বাইকের সন্ধান করে থাকেন তাহলে TVS Sport হতে পারে একটি দুর্দান্ত বিকল্প।

best mileage bike in india:যদি আপনি দৈনন্দিন যাতায়াতের জন্য একটি সাশ্রয়ী ও দুর্দান্ত মাইলেজযুক্ত বাইকের সন্ধান করে থাকেন তাহলে TVS Sport হতে পারে একটি দুর্দান্ত বিকল্প।

author-image
IE Bangla Tech Desk
New Update
tvs-sport-5-thousand-rupees-down-payment-and-emi-fuel-capacity-700-kilometer

৫,০০০ টাকা ডাউন পেমেন্ট পেয়ে যান দুর্দান্ত এই বাইক, ৭০০ কিলোমিটারের অনবদ্য মাইলেজ

 
best mileage bike in india: যদি আপনি দৈনন্দিন যাতায়াতের জন্য একটি সাশ্রয়ী ও দুর্দান্ত মাইলেজযুক্ত বাইকের সন্ধান করে থাকেন তাহলে TVS Sport হতে পারে একটি দুর্দান্ত বিকল্প। বিশেষ করে জিএসটি হ্রাসের পর এই বাইকটি এখন আরও সাশ্রয়ী হয়ে উঠেছে।

Advertisment

আরও পড়ুন- অ্যাক্টিভা বা পালসার কোনটাই না, দুর্দান্ত মাইলেজ সহ এই বাইকটি নম্বর ১

 বর্তমানে TVS Sport ES–এর এক্স-শোরুম মূল্য ৫৫,১০০।  আরটিও ফি এবং বীমাসহ আনুমানিক অন-রোড মূল্য হবে ৬৬,৯৪৮ টাকা । তবে শহর ও ডিলারশিপ অনুযায়ী অন-রোড মূল্য কিছুটা তারতম্য হতে পারে।

Advertisment

দারুণ সাশ্রয়ী এই বাইক কিনতে হলে আপনাকে প্রাথমিকভাবে ৫,০০০ ডাউন পেমেন্ট দিতে হবে। বাকী ৬২,০০০ টাকা আপনি লোন পেতে পারেন। উদাহরণস্বরূপ, যদি আপনি ৯% সুদের হারে তিন বছরের জন্য লোন নেন, তবে মাসিক EMI দাঁড়াবে প্রায় ২,১৮৫ টাকা। লোনের হার এবং ডাউন পেমেন্টের পরিমাণ আপনার ক্রেডিট স্কোর ও ব্যাংকের পলিসির উপর নির্ভর করবে।

আরও পড়ুন- চোখের পলক ফেলতে না ফেলতেই ১০০% চার্জ, বিশ্বের সেরা ৫ ফাস্ট চার্জিং স্মার্টফোন কোনগুলি?

মাইলেজ ও প্রযুক্তিগত বৈশিষ্ট্য: TVS Sport বাইকটি প্রতি লিটারে ৭০ কিলোমিটারেরও বেশি মাইলেজ প্রদান। ফুল ট্যাঙ্কের তেলে এই বাইকটি আপনাকে ৭০০ কিলোমিটার মাইলেজ প্রদান করবে। এতে টেলিস্কোপিক ফর্ক এবং টুইন শক অ্যাবজর্বার রয়েছে। বাইকের সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় ৯০ কিলোমিটারেরও বেশি।

বাজারে TVS Sport হিরো HF 100, হোন্ডা CD 110 Dream এবং বাজাজ City 110X–এর সঙ্গে প্রতিযোগিতা করছে। এই বাইকটি সাশ্রয়ী, ভালো মাইলেজ এবং দৈনন্দিন যাতায়াতের জন্য ব্যবহারযোগ্য হওয়ায় তরুণদের মধ্যে জনপ্রিয়তা পাচ্ছে।

আরও পড়ুন- বাজাজ পালসার NS125 নাকি হিরো এক্সট্রিম 125R: ১২৫ সিসি সেগমেন্টের সবচেয়ে শক্তিশালী বাইক কোনটি?

Motorbike Bikes bike