/indian-express-bangla/media/media_files/2025/05/05/Kvi3sKGGkjtUBW9vUB6C.jpg)
স্মার্ট রিমোট কন্ট্রোলের মাধ্যমে ফ্যানের স্পিড, সুইং সেটিংস এবং টাইমার নিয়ন্ত্রণ করতে পারবেন
Smart Air Cooler: চড়তে থাকা তাপমাত্রায় স্বস্তি খুঁজতে গ্রীষ্মের মরসুমে অনেকেই নতুন এয়ার কুলার কেনার পরিকল্পনা করেন। বাজারে অনেক কোম্পানির কুলারের মধ্যে থেকে নিজের প্রয়োজন ও ঘরের আকার অনুসারে সঠিক এয়ার কুলার বেছে নেওয়া রীতিমত কঠিন। আজকের এই প্রতিবেদনে রইল নিজের জন্য সেরা কুলারের পারফেক্ট সন্ধান। গরমের তীব্র দাবদাহ থেকে মুক্তি পেতে Thomson WM60S স্মার্ট এয়ার কুলার হল বেস্ট চয়েস।
লাইসেন্স, রেজিস্ট্রেশন এখন অতীত, খরচের চিন্তা ভুলে এখন পান আনলিমিটেড রাইডিং
Thomson WM60S স্মার্ট এয়ার কুলার:
থমসন WM60S কুলারটি যেমন আকর্ষণীয় ও হালকা। কুলারটি সহজে এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নিয়ে যাওয়া যায়। ধূসর-সাদা রঙের আধুনিক ডিজাইনের এই কুলারটিতে রয়েছে
৬০ লিটার ট্যাঙ্ক। যা একবার পূর্ণ হতে সময় লাগে ৬-৭ ঘণ্টা।
কুলিং প্যাড: হানি-কম্ব প্যাড, যা দ্রুত ও কার্যকর শীতলতা প্রদান করে। এই কুলারটিতে রয়েছে স্মার্ট ফিচার, সুইং কন্ট্রোল।
এয়ার থ্রো: প্রায় ২৫ ফুট, যা ৩০০-৪০০ বর্গফুটের ঘর ঠান্ডা করতে সক্ষম।
ইনভার্টার সাপোর্ট: বিদ্যুৎ বিচ্ছিন্ন হলেও কুলারটি নির্বিঘ্নে নীরবছিন্ন শীতলতা প্রদান করে। এই কুলারটি এসির তুলনায় খুব কম বিদ্যুৎ খরচ করে, ফলে মাসের শেষে অনেকটাই কম বিদ্যুৎ বিল আসবে।
অফারের বন্যা! HP, Dell, Lenovo, Acer নামি-দামি ল্যাপটপে 'মারকাটারি' ডিল! সবচেয়ে কমে কেনার দুর্দান্ত সুযোগ
অন্যান্য জনপ্রিয় কুলার ব্র্যান্ডের সাথে তুলনা
Symphony Siesta 70 XL (70L): বড় ট্যাঙ্ক থাকলেও স্মার্ট রিমোট অপশন নেই, যেটি থমসনে রয়েছে
Bajaj DMH 65 Neo (65L): ভালো ব্র্যান্ড ইমেজ থাকলেও, থমসনের ডিজাইন ও স্মার্ট ফিচারের দিক থেকে এগিয়ে
Usha Honeywell CL 601PM (60L): দামের দিক থেকে থমসন কুলার অনেক সস্তা।
৮-১০ ঘন্টা একটানা চালাচ্ছেন? কত বছর বুক ঠুকে ব্যবহার করতে পারবেন সাধের এসিটি? ৯৯ শতাংশ মানুষই জানেন না
এই গরমে কেন কিনবেন থমসন WM60S কুলার?
- 60 লিটারের বড় ট্যাঙ্ক
- স্মার্ট রিমোট ও টাইমার
- শক্তি সাশ্রয়ী ও ইনভার্টার সাপোর্ট।