ফোন চার্জ করার সময় মাথায় রাখতেই হবে ৮০:২০ নিয়ম! কীভাবে বাড়বে ব্যাটারি ব্যাকআপ? জানেন না ৯৯% মানুষই

স্মার্টফোন ব্যবহারকারীদের অন্যতম বড় সমস্যা হলো ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়া, স্লো চার্জিং ও ফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া।

স্মার্টফোন ব্যবহারকারীদের অন্যতম বড় সমস্যা হলো ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়া, স্লো চার্জিং ও ফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া।

author-image
IE Bangla Tech Desk
New Update
cats

ফোন চার্জ করার সময় মাথায় রাখতেই হবে ৮০:২০ নিয়ম! জানেন না ৯৯% মানুষই, কীভাবে বাড়বে ব্যাটারি ব্যাকআপ?

ফোন চার্জ করার সময় ৮০:২০ নিয়ম মানছেন তো? না জানলে আজই জানুন ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর সেরা উপায়। 

Advertisment

স্মার্টফোন ব্যবহারকারীদের অন্যতম বড় সমস্যা হলো ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়া, স্লো চার্জিং ও ফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া। বিশেষ করে গ্রীষ্মকালে আইফোন ব্যবহারকারীরা এই সমস্যার মুখে বেশি পড়েন। তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, একটি সহজ চার্জিং কৌশল— “৮০:২০ নিয়ম”— অনুসরণ করলেই ব্যাটারির স্থায়িত্ব ও ব্যাকআপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। 

এই নিয়ম অনুযায়ী, ফোনের ব্যাটারি ২০ শতাংশে নামলে চার্জ দিতে হবে এবং ৮০ শতাংশে পৌঁছালে চার্জার খুলে ফেলতে হবে। এতে ব্যাটারির উপর চাপ কম পড়ে, অতিরিক্ত গরম হওয়ার সমস্যাও এড়ানো সম্ভব হবে এবং দীর্ঘমেয়াদি সময়ে ব্যাটারি পারফরম্যান্সও উন্নত হবে।

Advertisment

বিশেষজ্ঞরা জানিয়েছেন, অনেকেই ফোনকে বারবার পুরো ১০০% পর্যন্ত চার্জ করেন, যার ফলে ব্যাটারির (Battery Cells) সেলের উপর অতিরিক্ত চাপ পড়ে এবং ধীরে ধীরে ব্যাটারির কার্যকারিতা নষ্ট করে দেয়। অন্যদিকে, ২০% থেকে ৮০% এর মধ্যে চার্জ রাখলে ব্যাটারি সেলের ভারসাম্য বজায় থাকে এবং ব্যাটারি ব্যাকআপও দ্বিগুণ পর্যন্ত হতে পারে।

শুধু ৮০:২০ নিয়মই নয়, চার্জিংয়ের সময় আরও কিছু বিষয় মাথায় রাখা জরুরি। ফোন সর্বদা অরিজিনাল চার্জার দিয়ে চার্জ করা উচিত এবং চার্জিং চলাকালীন ফোন ব্যবহার না করাই ভালো। এতে ব্যাটারির ক্ষতি রোধ হয় ও চার্জিং স্পিড স্থিতিশীল থাকে।

বিশেষ করে গ্রীষ্মকালে অ্যাপল নিজেও ৮০% পর্যন্ত চার্জ করার পরামর্শ দেয়, যাতে ব্যাটারির উপর চাপ কম পড়ে ও ফোন অতিরিক্ত গরম না হয়।

সুতরাং, আপনি যদি চান আপনার ফোনের ব্যাটারি দীর্ঘদিন টিকুক ও ভালো ব্যাকআপ দিক, তাহলে এখন থেকেই ৮০:২০ চার্জিং নিয়ম মেনে চলাই সবচেয়ে কার্যকর সমাধান।

আরও পড়ুন- কোন ব্রেক সিস্টেম স্কুটার ও বাইকের জন্য সেরা? জেনে রাখলে কমবে বিপদ!

smartphone Battery