Advertisment

Smartphone Blast: প্যান্টের এই পকেটে কখনও মোবাইল ফোন রাখবেন না, বোমার মত ফাটতে পারে ফোনটি !

Smartphone Blast: প্যান্টের কোন পকেটে স্মার্টফোন রাখা উচিত, এই প্রশ্নটি হাজারো মানুষের মনের মধ্যে ঘুরপাক খায়। অনেকেই এই প্রশ্নের সঠিক উত্তর জানেন না। যদি আপনিও এই বিষয়ে না জেনে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনে জেনে নিন স্মার্টফোন কোথায় রাখা সবচেয়ে বেশি সুরক্ষিত।

author-image
IE Bangla Tech Desk
New Update
Smartphone Blast

প্যান্টের এই পকেটে কখনও মোবাইল ফোন রাখবেন না, বোমার মত ফাটতে পারে ফোনটি ! Photograph: (ফাইল ছবি)

Smartphone Blast: প্যান্টের এই পকেটে কখনও মোবাইল ফোন রাখবেন না, হতে পারে বোমার মত বিস্ফোরণ! 

Advertisment

প্যান্টের কোন পকেটে স্মার্টফোন রাখা উচিত, এই প্রশ্নটি হাজারো মানুষের মনের মধ্যে ঘুরপাক খায়।  অনেকেই এই প্রশ্নের সঠিক উত্তর জানেন না। যদি আপনিও এই বিষয়ে না জেনে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনে জেনে নিন স্মার্টফোন কোথায় রাখা সবচেয়ে বেশি সুরক্ষিত। 

স্মার্টফোন এমন একটি ডিভাইস যে গ্যাজেটের সাথেই  দিনের বেশিরভাগ সময় মানুষের কাটে। অতএব, আপনার শখের ফোনটি সঠিক পকেটে রাখা গুরুত্বপূর্ণ। ভুল পকেটে স্মার্ট ফোন রাখলে এটি বিস্ফোরণ হতে পারে। আসুন আজকের এই প্রতিবেদনে জেনে নিন স্মার্টফোন রাখার সঠিক স্থান।  

স্মার্টফোনটিকে এমন ভাবে রাখা উচিত যাতে সারাদিন কাজের ক্ষেত্রে  আপনার কোনও সমস্যা না হয়। ফোনটি যাতে হারিয়ে না যায় বা এর থেকে কোন ক্ষতি না হয়। সেজন্য ফোনটি নিরাপদ স্থানে রাখা গুরুত্বপূর্ণ।

Advertisment

কেউ কেউ স্মার্টফোনটি তাদের প্যান্টের পিছনের পকেটে রাখেন। স্রেফ স্টাইল দেখানোর জন্য অনেকেই প্যান্টের পিছনের পকেটে স্মার্টফোন রাখেন। প্যান্টের পিছনের পকেট সাধারণত বেশ টাইট থাকে। স্মার্টফোনের ক্রমাগত ব্যবহারের কারণে এটি গরম হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে, ফোনটি টাইট পকেটে রাখলে ব্যাটারি ফুলে যাওয়ার এবং ফেটে যাওয়ার ঝুঁকি বেড়ে যায়।

ফোনটি পিছনের পকেটে রাখা সবচেয়ে ঝুঁকি পূর্ণ। বসে থাকা বা ফোন পকেটের রাখার সময়  ফোন পড়ে যাওয়ার বা স্ক্রিন ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে। হাঁটার সময় ফোন পড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। এছাড়াও, চোরদের পক্ষে পিছনের পকেট থেকে ফোন চুরি করা সহজ।

ফোনটি প্যান্টের সামনের পকেটে রাখা উচিত। এতে ফোনের উপর চাপ কম পড়ে এবং এটি নিরাপদ থাকে। এছাড়াও, ফোনটি ব্যাগে রাখাই সবচেয়ে নিরাপদ। এটি ফোনকে নিরাপদ রাখে এবং চুরির ঝুঁকিও কমায়।

smartphone 5G smartPhone
Advertisment