অপো এমন কিছু ফিচার নিয়ে হাজির হচ্ছে যা এতদিন ভারতের বাজারে ছিল না। এই ব্র্যান্ড ক্রমান্বয়ে একাধিক ফিচার নিয়ে এসে হাজির হচ্ছে তাদের হ্যান্ডসেটে। VOOC চার্জিং থেকে ওয়াটারড্রাপ নচ সমস্ত উন্নত মানের স্পেসিফিকেশন, যা অপো ব্র্যান্ডের মান বাড়িয়েছে। এই ট্র্যাডিশন বজায় রেখেছে R17 Pro ডিভাইসেও। ইউএসপির তালিকাতে বাকি ফিচারের সঙ্গে ক্যামেরার লো লাইট পারফর্মেন্সের সঙ্গে নাইট ফটোগ্রাফি ঢুকে পড়েছে। যে কারণে সেরা ফোনের বাছাইয়ে নাম রাখতেই পারেন অপোর সদ্য লঞ্চ হওয়ার ফোনটির।
ক্যামেরা ফিচার: তিনটি রিয়ার ক্যামেরা রয়েছে সব মিলিয়ে। ১২ মেগাপিক্সেলের দুটি ও অন্যটি ২০ মেগাপিক্সেল। অ্যাপারচার F/1.5,F/2.4 এর সেন্সর রয়েছে ১২ র ক্যামেরায়। ২০ মেগাপিক্সেলর জন্য বরাদ্দ F/2.6 অ্যারচার। ক্যমেরা ফিচারের মধ্যে রয়েছে পোর্ট্রেট মোড, ও ডেপথ এফেক্ট। তৃতীয় ক্যামেরাটিতে তোলা ছবির মান অনেক বেশি আধুনিক হবে বলে দাবি করেছে অপো সংস্থা। অপো মানেই ক্যামেরা ফোন। সেই তকমা বজায় রাখতে ফ্রন্টে রয়েছে ২৫ মেগাপিক্সেলের ক্যামেরা যার মধ্যে থাকবে Sony IMX576 সেন্সর সঙ্গে f/2.0 অ্যাপারচার। কোম্পানি জানিয়েছে ক্যামেরায় রয়েছে 'real-time HDR'। এছাড়া ফোনটিতে রয়েছে ২৩ টি ফটোগ্রাফি মোড। লাইটের উপস্থিতির ওপর ফোনের ক্যামেরা নিজেই ঠিক করে নেবে কোন অ্যাপারচার ব্যবহার করবে।
আরও পড়ুন: এমন কী গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে ১০ জিবি র্যামের এই ফোনে?
R17 Pro এর ফোনটির ক্যামেরার মূল লক্ষ্য রাতের বেলা ঝকঝকে ছবি তোলা যাবে। ১২ মেগাপিক্সেলের ডুয়াল অ্যাপারচার সিস্টেম রয়েছে। যার মানে কম আলো হোক বা বেশি ক্যামেরা নিজের থেকেই প্রয়োজনীয় আলোর মাপকাঠি ঠিক করে নিতে পারদর্শী এই স্মার্টফোনের ক্যামেরা। ক্যামেরার সঙ্গে ইনবিল্ট রয়েছে একাধিক আকর্ষনীয় ফিল্টার। ফন্ট ক্যামেরা মন ভালো করে দেবে আপনার। তবে এবার কোনো বিডউটি মোডের আড়ালে আসল ছবি চাপা পড়ে যাবে না।
প্রসেসর প্রয়ুক্তি: ভারী যেকোনো গেম খেলা সম্ভব এই ফোনে। ফোন কল সঙ্গে সোশাল মিডিয়া ও ব্রাউজিংয়ের চাপ নিতে পারে Oppo R17 Pro। ৮ জিবি র্যামের কারণে মাল্টি টাস্কিংয়ে সক্ষম ফোনটি। নতুন প্রযুক্তির প্রসেসরও রয়েছে ফেনটিতে। কিন্তু এত উন্নত ফিচারের জন্য ব্যটারি ব্যাকআপ বেশি থাকার প্রয়োজনীয়তা ছিল।
Read the full story in English