Advertisment

সূর্যগ্রহণের সময় কী করবেন? কী করবেন না?

Solar Eclipse 2020: বিশেষজ্ঞদের মতে, সূর্যগ্রহণ দেখার সময় সাবধানতা মেনে না চললে বিপদ হতে পারে। কী কী সাবধানতা মেনে চলবেন?

author-image
IE Bangla Web Desk
New Update
solar eclipse, সূর্যগ্রহণ, সূর্য, সূর্যগ্রহণ

প্রতীকী ছবি।

Solar Eclipse 2020: আজ, রবিবার চলতি বছরে প্রথমবার বলয়গ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হবে গোটা দেশ। দিল্লির নেহরু প্ল্যানেটেরিয়াম-এর ডিরেক্টর অধ্য়াপক অরবিন্দ পরঞ্জপে জানিয়েছেন যে গুজরাতের ভুজে প্রথম গ্রহণ দেখা যাবে সকাল ৯.৫৮ মিনিট নাগাদ। চার ঘণ্টা পর,  দুপুর ২.২৯ মিনিটে গ্রহণের শেষ পর্ব দেখা যাবে অসমের ডিব্রুগড় শহর থেকে।

Advertisment

আজকের পর ২০২২ সালের ২৫ অক্টোবর ফের সূর্যগ্রহণ দেখতে পাবে ভারত। কিন্তু, বিশেষজ্ঞদের মতে, সূর্যগ্রহণ দেখার সময় সাবধানতা মেনে না চললে বিপদ হতে পারে।

সূর্যগ্রহণের সময় কী করবেন?

* খালি চোখে সূর্যগ্রহণ দেখা বিপজ্জনক। এজন্য় বিশেষ ধরনের চশমা পরুন।

* করোনা আবহে হয়তো অনেকেই বিশেষ ধরনের চশমার ব্য়বস্থা করতে পারবেন না। সেক্ষেত্রে বিশেষ ধরনের ফিল্টার যুক্ত গ্লাস ব্য়বহার করতে পারেন।

* এছাড়া, একটি শক্ত কাগজে সামান্য একটি ফুটো বা ‘পিন হোল’ বানিয়ে নিয়ে তা সূর্যের দিকে তাক করে ধরুন।

*কিছুটা দূরে একটি সাদা কাগজ রেখে দিন, সূর্যের ছায়া পড়বে এই কাগজের ওপর। সূর্যের প্রতিকৃতির আয়তন বাড়াতে শক্ত কাগজ এবং সাদা কাগজের মধ্যে দূরত্ব বাড়াতে পারেন।

আরও পড়ুন: কলকাতা থেকে কখন কীভাবে দেখবেন ২১ জুনের সূর্যগ্রহণ

সূর্যগ্রহণের সময় কী করবেন না?

* সরাসরি সূর্যের দিকে তাকাবেন না।

* সাধারণ সানগ্লাস ব্য়বহার করবেন না।

* জলে সূর্যের প্রতিচ্ছবি দেখবেন না।

* ল্য়াম্পব্ল্য়াক দিয়ে গ্লাস ঢেকে সূর্যগ্রহণ দেখবেন না।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Solar eclipse
Advertisment