Advertisment

Kharga Kamikaze drone: নিমেষেই নির্ভূল টার্গেট, ভারতীয় সেনার নয়া এই ড্রোনে কাঁপছে বাংলাদেশ

Kharga Kamikaze drone: এই হাই-টেক ড্রোনের ক্ষমতায় ঠকঠক করে কাঁপছে শত্রুপক্ষ। বিশেষ ভাবে এই ড্রোনটি ডিজাইন করা হয়েছে। এতে রয়েছে অত্যাধুনিক AI ফিচার ও উন্নত নজরদারি বৈশিষ্ট্য।

author-image
IE Bangla Tech Desk
আপডেট করা হয়েছে
New Update
Kharga Kamikaze drone

হাই-টেক ড্রোনের ক্ষমতায় ঠকঠক করে কাঁপছে শত্রুপক্ষ।

Kharga Kamikaze drone:  ভারতীয় সেনাবাহিনীর বহরে ক্রমাগত যোগ হচ্ছে নিত্য নতুন অত্যাধুনিক হাই-টেক ড্রোন।  এবার এই তালিকায় যুক্ত হয়েছে Kharga' Kamikaze drone! এই হাই-টেক ড্রোনের ক্ষমতায় ঠকঠক করে কাঁপছে শত্রুপক্ষ। বিশেষ ভাবে এই ড্রোনটি ডিজাইন করা হয়েছে। এতে রয়েছে অত্যাধুনিক AI ফিচার ও উন্নত নজরদারি বৈশিষ্ট্য। সীমান্তে শত্রুপক্ষের মোকাবেলা করতে এই ড্রোনের জুড়ি মেলা ভার।  

Advertisment

রিপোর্ট অনুসারে জানা গিয়েছে হাই-টেক এই ড্রোন নিজের সাথে বড় মাপের বিস্ফোরকও বহন  করতে সক্ষম। এই ড্রোনটি প্রতি সেকেন্ডে প্রায় 40 মিটার গতিতে উচ্চ গতিতে উড়তে পারে। রিপোর্ট অনুযায়ী, এটি জিপিএস, নেভিগেশন সিস্টেম এবং হাই-ডেফিনিশন ক্যামেরা দিয়ে সজ্জিত। শত্রুকে ফাঁকি দেওয়ার জন্য, এই জাতীয় প্রযুক্তি ড্রোনগুলিতে উপস্থিত রয়েছে, যা ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেকট্রাম জ্যামিং এড়াতে পারে। সহজ ভাষায়, শত্রুর পক্ষের কাছে এই জাতীয় ড্রোন ট্র্যাক করাটা খুবই কঠিন।  

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ এই ড্রোন একবারে ৫০০ মিটার পর্যন্ত উড়ে যেতে সক্ষম। এটিও এক ধরনের আত্মঘাতী ড্রোন। এটি সহজেই শত্রুর ঘাঁটি ধ্বংস করতে পারে। রাডারে ধরা পড়েনা এই হাই-টেক ড্রোন। বিশেষ বিষয় হল ড্রোনটি তৈরি করতে খরচ হয়েছে ৩০ হাজার টাকা। কর্মকর্তাদের মতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধেও একই ধরনের ড্রোন ব্যবহার করা হয়েছে। 

Advertisment

 

Indian army Drone
Advertisment