Advertisment

টাটা স্কাই প্যাকে বড়সড় রদবদল

আঞ্চলিক ভাষার ওপর জোর দিয়ে টিভি চ্যানেলের তালিকা তৈরি করেছে সংস্থা। অর্থাত্ৎ বেশ কিছু প্যাক রয়েছে যার অধীনে থাকছে নির্দিষ্ট কিছু ভাষার পছন্দসই চ্যানেল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

২৫টি প্যাকের বড়সড় বদল আনল টাটাস্কাই। যে বদলের আওতায় দাম থেকে শুরু করে অতিরিক্ত চ্যানেলের যোগ বিয়োগ ঘটিয়েছে সংস্থা। যার ফলে, কোনো নির্দিষ্ট দামের প্যাক নেই, বরং কম দাম থেকে শুরু করে প্রিমিয়াম প্যাক পর্যন্ত অফার রয়েছে টাটাস্কাইয়ের অধীনে।

Advertisment

আঞ্চলিক ভাষার ওপর জোর দিয়ে টিভি চ্যানেলের তালিকা তৈরি করেছে সংস্থা। অর্থাত্ৎ বেশ কিছু প্যাক রয়েছে যার অধীনে থাকছে নির্দিষ্ট কিছু ভাষার পছন্দসই চ্যানেল। প্যাকের রদবদল পরিবর্তন হয়েছে দামের।

আরও পড়ুন: জিওকে টেক্কা! কলকাতায় আপনার কেবল অপারেটরের সঙ্গে জোটে বিএসএনএল

পরিবর্তিত তালিকাগুলির মধ্যে রয়েছে গুজরাটি আঞ্চলিক প্যাক, তামিল ফ্যামিলি স্পোর্টস প্যাক, তেলুগু ফ্যামিলি স্পোর্টস প্যাক, কনাড়া ফ্যামিলি স্পোর্টস, তেলেগু ফ্যামিলি স্পোর্টস এইচডি, কানাড়া ফ্যামিলি স্পোর্টস এইচডি, মালয়ালাম ফ্যামিলি স্পোর্টস এইচডি, তামিল ফ্যামিলি কিডস স্পোর্টস, তামিল প্রিমিয়াম স্পোর্টস ইংরেজি, তেলেগু প্রিমিয়াম স্পোর্টস এবং ইংরেজি, তামিল তেলেগু বেসিক, মালয়ালাম বেসিক, তেলেগু কন্নড় বেসিক, তামিল রিজিওনাল এইচডি, হিন্দি স্টার্টার, হিন্দি স্টার্টার এইচডি এবং কনাড়া স্মার্ট প্ল্যান।

গুজরাটি আঞ্চলিক প্যাকের দাম ছিল ৭ টাকা, সেটির দাম এখন ৮.৪৯ সঙ্গে যোগ হয়েছে আরও একটি চ্যানেল। অর্থাৎ চারটের জায়গায় পাঁচটি চ্যানেল দেখা যাবে। তামিল ফ্যামিলি প্যাকের ৭৭ টি চ্যানেলের দাম ছিল ২৬৭ টাকা, সেখানে বর্তমানে ৭৬ টি চ্যানেলের দাম হয়েছে ২৫৪.২৭ টাকা।

আরও পড়ুন:টাটা স্কাইয়ের নতুন প্ল্যাটফর্ম, ২৪৯ টাকায় অ্যামাজন প্রাইম থেকে হটস্টার

এছাড়াও কিছু প্যাকের দাম কমানো হয়েছে, সঙ্গে যুক্ত হয়েছে অতিরিক্ত এক দুটি চ্যানেল। তেলুগু স্পোর্টস প্যাকে চ্যানেল বাড়ানো হয়েছে। একইসঙ্গে ৩ টাকা দাম কমানো হয়েছে।

এই চ্যানেল প্যাকগুলি সাবস্ক্রাইব করা ইউজারদের কাছে অনায়াসে স্থানান্তরিত হবে নাকি আবার করে আবেদন করতে হবে তা এখনও অজানা।

Advertisment