Advertisment

BSNL 6500 GB Plan: রকেট গতিতে মিলবে ইন্টারনেট পরিষেবা, দিওয়ালি অফারে পান 6500 GB ডেটা, ফ্রি কল, OTT সাবস্ক্রিপশন

BSNL 6500 GB Plan: সরকারি টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) তার সাশ্রয়ী মূল্যের একাধিক রিচার্জ প্ল্যানের জন্য ব্যবহারকারীদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠছে।

author-image
IE Bangla Tech Desk
আপডেট করা হয়েছে
New Update
BSNL 6500 GB Plan

ডেটার পাশাপাশি, BSNL এই প্ল্যানে গ্রাহকদের OTT সাবস্ক্রিপশনও অফার করছে।

BSNL 6500 GB Plan: সরকারি টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) তার সাশ্রয়ী মূল্যের একাধিক রিচার্জ প্ল্যানের জন্য ব্যবহারকারীদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। প্রিপেইড, পোস্টপেইড থেকে ব্রডব্যান্ড পোর্টফোলিতে একাধিক সস্তার প্ল্যান এনে চমকে দিচ্ছে BSNL। সম্প্রতি সরকারি এই টেলিকম সংস্থা তার গ্রাহকদের জন্য একটি নতুন প্ল্যান চালু করেছে। আপনার যদি প্রতিদিন আরও বেশি ডেটার প্রয়োজন হয় তাহলে BSNL-এর এই প্ল্যানটি শুধুমাত্র আপনার জন্য। BSNL-এর এই প্ল্যানে গ্রাহকরা কলিং এবং ডেটা সহ OTT সাবস্ক্রিপশনের সুবিধা পাবেন। 

Advertisment

বিএসএনএল ফাইবার আল্ট্রা ওটিটি রিচার্জ প্ল্যান

BSNL-এর এই প্ল্যানটি ব্রডব্যান্ড ব্যবহারকারীদের জন্য। কোম্পানি প্রতি মাসে 1799 টাকা মূল্যে BSNL Fiber Ultra OTT প্ল্যান লঞ্চ করেছে। এই প্ল্যানে কোম্পানি গ্রাহকদের বিদ্যুত গতিতে ইন্টারনেট অফার করছে।  

BSNL-এর এই প্ল্যানে, ব্যবহারকারীদের 300Mbps পর্যন্ত স্পীড অফার করছে সংস্থা। এই প্ল্যানে গ্রাহকরা প্রতি মাসে আনলিমিটেড ডেটা পাবেন। যাইহোক, 300Mbps পর্যন্ত গতিতে প্রতি মাসে 6500GB ডেটা পাওয়া যায় এই প্ল্যানে । ডেটা সীমা অতিক্রম করে গেলে, ব্যবহারকারীরা 20Mbps স্পীডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

'রতনে'র খোঁজে তারাদের দেশে পাড়ি টাটার সাধের পোষ্যের? চোখের জলে 'হাহাকার', আর্তনাদ নেটপাড়ার

ডেটার পাশাপাশি, BSNL এই প্ল্যানে গ্রাহকদের OTT সাবস্ক্রিপশনও অফার করছে। BSNL ব্যবহারকারীরা এই প্ল্যানের সাথে Disney+ Hotstar, YuppTV, SonyLIV, ZEE5, Lionsgate Play, ShemarooMe এবং EpicON-এর মতো প্ল্যাটফর্মে বিনামূল্যে সাবস্ক্রিপশনের সুবিধা উপভোগ করতে পারেন। এই প্ল্যানের সাথে, BSNL গ্রাহকরা কল করার জন্য বিনামূল্যে ল্যান্ডলাইন সংযোগ পাবেন। এর মাধ্যমে ব্যবহারকারীদের বিনামূল্যে আনলিমিটেড এবং STD কলিং দেওয়া হয়।

BSNL 4G নেটওয়ার্ক প্রসারিত করছে
বিএসএনএল ক্রমাগত তার নেটওয়ার্ক আপগ্রেড করছে। কোম্পানি আগামী ছয় মাসে এক লাখের বেশি 4G টাওয়ার বসানোর পরিকল্পনা করছে। নয়াদিল্লিতে আয়োজিত ইন্ডিয়া মোবাইল কংগ্রেস কনফারেন্স চলাকালীন, টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছিলেন যে BSNL ইতিমধ্যে প্রায় ৩৮ হাজার 4G টাওয়ার বসানোর কাজ শেষ করেছে।

5G চালু করার প্রস্তুতিও চলছে
4G-এর পাশাপাশি, সরকারি টেলিকম সংস্থাও তার 5G নেটওয়ার্ক নিয়েও কাজ চালাচ্ছে।BSNL দিল্লির অনেক জায়গায় 5G নেটওয়ার্কের পরীক্ষাও শুরু করেছে। কয়েক মাস আগে, টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও BSNL-এর 5G নেটওয়ার্কের মাধ্যমে একটি ভিডিও কল করে 5G নিয়ে এক বার্তাও দিয়েছিলেন।  

bsnl plan BSNL 5G
Advertisment