Advertisment

Ratan Tata Pet Dog Goa Death Whatsapp Post Viral : 'রতনে'র খোঁজে তারাদের দেশে পাড়ি টাটার সাধের পোষ্যের? চোখের জলে 'হাহাকার', আর্তনাদ নেটপাড়ার

Ratan Tata Pet Dog Goa Death Whatsapp Post Viral : মৃত্যুর কোলে ঢলে পড়ল রতন টাটার প্রিয় পোষ্য 'গোয়া'! এমনই এক পোস্ট সোশ্যাল মডিয়ায় ভাইরাল। তাতেই মন খারাপ আপামোর দেশবাসীর।

author-image
IE Bangla Web Desk
New Update
ratan tata pet viral post

'রতনে'র খোঁজে তারাদের দেশে পাড়ি টাটার সাধের পোষ্যের?

Ratan Tata Pet Dog Goa Death Whatsapp Post Viral : মৃত্যুর কোলে ঢলে পড়ল রতন টাটার প্রিয় পোষ্য 'গোয়া'! এমনই এক গুজব ভাইরাল। তাতেই মন খারাপ আপামোর দেশবাসীর। অবশেষে মৃত্যুর এই গুজব উড়িয়ে দিয়েছেন মুম্বই পুলিশের সিনিয়র ইন্সপেক্টর সুধীর কুডালকার। রতন টাটার মৃত্যুর মাত্র কয়েকদিনের মাথায় সোশ্যাল মিডিয়ায় এক গুজব দাবানলের মত ছড়িয়ে পড়ে। তাতে লেখা ছিল   'দুঃখের খবর... টাটার মৃত্যুর ৩ দিন পর তাঁর সাধের পোষ্য গোয়া'রও মৃত্যু হয়েছে। তাই তো বলা হয় মানুষের চেয়ে কুকুর বেশি অনুগত!'

Advertisment

মৃত্যুর পর লক্ষ লক্ষ নতুন ফলোয়ার রতন টাটার, কোন দুটি ইন্সটা অ্যাকাউন্ট ফলো করতেন প্রয়াত শিল্পপতি?

ইন্সপেক্টর সুধীর 'গোয়া'র মৃত্যুর বার্তা পেয়ে সত্য ঘটনা জানতে রতন টাটার 'বন্ধু' শান্তনু নাইডুর সঙ্গে যোগাযোগ করেছিলেন।  শান্তনু জানিয়েছেন কুকুরটি পুরোপুরি সুস্থ। চিন্তার কোন কারণ নেই। এটা ভুয়ো খবর। গোয়ার বেঁচে থাকার বিষয়ে নিশ্চিত হওয়ার পরে, ওই পুলিশ আধিকারিক একটি ইনস্টাগ্রাম রিল পোস্ট করেছেন। এর ক্যাপশন হল, 'একটি হোয়াটসঅ্যাপ বার্তা প্রচারিত হচ্ছে। বলা হচ্ছে প্রয়াত রতন টাটার পোষ্যের মৃত্যু হয়েছে। আমি শান্তনু নাইডুর কাছ থেকে বিষয়টি নিশ্চিত করেছি, 'গোয়া' একেবারে সুস্থ রয়েছে। পোস্ট শেয়ার করার আগে সত্য যাচাই করুন"। উল্লেখ্য, বিখ্যাত শিল্পপতি, সমাজকর্মী এবং পশুপ্রেমী রতন টাটা গত সপ্তাহে মুম্বইয়ে ৮৬ বছর বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়েন। 

সুনামি গতিতে কমবে বিদ্যুৎ বিল! নামী ব্র্যাণ্ডের BLDC সিলিং ফ্যানে রয়েছে বড়সড় ছাড়

'গোয়া'র গল্পটা মজার

রতন টাটার প্রিয় পোষ্য 'গোয়া'ও তাঁর শেষকৃত্যে যোগ দিয়েছিল। 'গোয়া'-এর ইতিহাস খুবই মর্মস্পর্শী। রতন টাটা যখন গোয়ায় ছিলেন, তখন একটি পথকুকুর তার সঙ্গ ছাড়েনি। তখনই রতন টাটা কুকুরটিকে দত্তক নেওয়ার এবং মুম্বইতে নিয়ে আসার সিদ্ধান্ত নেন। মুম্বইতে 'গোয়া' বোম্বে হাউসে অন্যান্য আশ্রয়হীন কুকুরদের সঙ্গে একসঙ্গে থাকতে শুরু করে।  রতন টাটা তাকে খুব ভালোবাসতেন।

 

ratan tata
Advertisment