ফেসবুক ইনকর্পোরেটেডের কর্ণধার মার্ক জুকারবার্গ বলেছেন, যে ধরণের খবরের বিস্তার বেশি, বহু মানুষের কাছে চটজলদি পৌঁছে যায়, সেইসব উত্তেজনাপূর্ণ বিষয়কে আরও কঠোর নজরদারির মধ্যে রাখতে হবে। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, "মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই উত্তেজনাপূর্ণ বিষয় নিয়েই বেশি কৌতুহল থাকে। আমরা সমীক্ষা করে দেখেছি, যে বিষয়গুলির ওপর নিষেধাজ্ঞা রয়েছে, সেই বিষয়গুলির প্রতি আগ্রহ বেশি থাকে গ্রাহকদের, এবং মানুষ তার সঙ্গে আরও বেশি জড়িত হয়ে পড়েন।" ফেসবুক এখন ভাইরাল হওয়া বিষয়গুলির ক্ষেত্রে একটা সীমারেখা তৈরি করে দেবে। যাতে একটা সময়ের পর তা আর ভাইরাল না হয়।
16, 2018
আরও পড়ুন: মার্ক জুকারবার্গ কেন বললেন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে ?
অন্যান্য পরিবর্তনের সঙ্গে ফেসবুককে সংযম করার প্রচেষ্টা চলছে। প্রথমত, কখনই কোনো বিষয় স্বাধীন হবে না। তা ফেসবুকের আওতায় থাকবে। বিষয় অনুযায়ী তার স্থায়িত্ব থাকবে ফেসবুকে। নতুন পরিবর্তন কতটা কার্যকর হবে তা সংস্থার ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশ করলে বোঝা যাবে।
Read the full story in English