/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/09/fd18ef9c-2cf5-439a-bc54-3c3e5bb04b0e.jpg)
Nokia নিয়ে এল তাদের নতুন 5G সাপোর্টেড স্মার্টফোন
Nokia লঞ্চ করেছে ব্র্যান্ডের নতুন 5G সাপোর্টেড স্মার্টফোন। নতুন এই মডেলে থাকছে ওয়াটারড্রপ স্টাইল নচ ডিসপ্লে এবং ট্রিপিল রিয়ার ক্যামেরা সেটআপ। Nokia তাদের টুইটারে পোস্টের মাধ্যমে নতুন এই স্মার্টফোন লঞ্চের বিষয়টি সামনে এনেছে। এই মুহূর্তে ব্রিটেনে এই স্মার্টফোন বিক্রির জন্য নিয়ে আসা হয়েছে। সূত্রে জানা গেছে, দ্রুত ভারতের বাজারেও আসতে চলেছে নতুন এই স্মার্টফোন। তবে এব্যাপারে সংস্থার তরফে কোন তথ্য এখনও সামনে আনা হয়নি
Nokia G50: স্পেসিফিকেশন এবং ফিচার
নতুন এই মডেলে রয়েছে 6.82-inch HD+ ডিসপ্লে সঙ্গে রয়েছে ৪৫০ নিটস পিক ব্রাইটনেস। নতুন এই মডেলের পরিমাপ 173.83×77.68×8.85 মিমি। এবং এই ফোনের ওজন মাত্র ২২০ গ্রাম। এই মডেলে থাকছে Qualcomm Snapdragon 480 SoC প্রসেসর যা পেয়ার করা থাকছে ৪ জিবি র্যামের সঙ্গে। এই ডিভাইস চালিত হবে Android 11 দ্বারা। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এই মডেলে রয়েছে একটি ৪৮এমপি প্রাইমারি সেন্সর। অন্যান্য সেন্সরের মধ্যে রয়েছে ৫ এমপি আল্ট্রা ওয়াইড লেন্স, এবং ২ এমপি ডেপথ সেন্সর। সামনে সেলফির জন্য রয়েছে ৮ এমপি ফ্রন্ট ফেসিং ক্যামেরা।
Announcing the all new #NokiaG50 - a future-proofed smartphone that gives you all the tools you need to take brilliant images 🙏
— HMD (@HMDdevices) September 22, 2021
The phone’s 48MP triple camera delivers breath-takingly detailed pictures that you’ll absolutely love.
Capture the beauty in everything 😍 pic.twitter.com/QI5AKDQLoe
আরও পড়ুন: কবে আসছে Motorola Edge 20 Pro? সামনেএল দিনক্ষণ
নতুন এই মডেলে রয়েছে ৬৪ জিবি অনবোর্ড স্টোরেজ যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৫১২ জিবি পর্যন্ত এক্সপ্যান্ড করা যাবে। এছাড়াও এই মডেলে থাকছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। Nokia G50 মডেলে থাকছে ৫০০০ mAh শক্তিশালী ব্যাটারি সঙ্গে থাকছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। ভারতের বাজারে কবে আসবে এই নতুন 5G সাপোর্টেড স্মার্টফোন সে ব্যাপারে এখনও কোন বিস্তৃত তথ্য সংস্থার তরফে পাওয়া যায়নি।
Nokia G50: দাম
নতুন 5G সাপোর্টেড স্মার্টফোন Nokia G50 মডেলের দাম পাউন্ড ১৯৯.৯৯ অর্থাৎ ভারতীয় মুদ্রায় ২০,১০০ টাকার কাছাকাছি। Midnight Sun এবং Ocean Blue এই দুটি কালার ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে নতুন এই স্মার্টফোন। এখন এই মডেল ব্রিটেনের বাজারে উপলব্ধ। ভারতের বাজারে কবে আসবে নতুন এই মডেল সে ব্যাপারে এখনও পর্যন্ত কনফার্ম খবর সংস্থার তরফে সামনে আনা হয়নি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন