Disney+ Hotstar তিনটি নতুন প্ল্যান চালু করেছে, মাত্র ৪৯৯ টাকা থেকে শুরু হচ্ছে বেসিক "মোবাইল" প্ল্যান। ৪৯৯ টাকার এই বিশেষ প্ল্যান ব্যবহার করে ব্যবহারকারীরা কেবলমাত্র একটি ডিভাইসেই Disney+ Hotstar ভিডিও দেখার সুযোগ পাবেন। কোনও ব্যবহারকারী যদি ল্যাপটপ বা টিভিতে Disney+ Hotstar-এর আনন্দ উপভোগ করতে চান তবে আরও বেশি চার্জ দিতে হবে ব্যবহারকারীকে।
Disney+ Hotstar তাদের যে তিনটি নতুন প্ল্যান বাজারে আনছে সেগুলি ১ সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে। ভিডিও স্ট্রিমিং পরিষেবাটি পেতে ভিআইপি প্ল্যানের ক্ষেত্রে ব্যবহারকারীকে আগের থেকে বেশি চার্জ দিতে হবে। Disney+ Hotstar সম্পূর্ণ একটি নতুন "মোবাইল" প্ল্যান চালু করেছে। প্রিমিয়াম প্ল্যানের ক্ষেত্রে বিশেষ কোন রদবদল করা হচ্ছে না। এবং ভিডিও স্ট্রিমিং পরিষেবাটি একটি নতুন প্ল্যান চালু করেছে।
নতুন এই প্ল্যানে, ব্যবহারকারিরা বার্ষিক ৪৯৯ টাকার বিনিময়ে বেসিক "মোবাইল" প্ল্যানের সুবিধা পাবেন। বর্তমানে, বেসিক Disney+ Hotstar ভিআইপি প্ল্যান বার্ষিক ৩৯৯ টাকার বিশেষ প্যাকেজে পাচ্ছেন ব্যবহারকারিরা।
Disney+ Hotstar যে দ্বিতীয় প্ল্যান এনেছে সেটি "সুপার" প্ল্যান। যেটি পাওয়া যাবে ৮৯৯ টাকার বার্ষিক প্যকেজে। এই প্ল্যানে ব্যবহারকারীরা দুটি ডিভাইস একসঙ্গে আক্সেস করতে পারবেন। প্রতি ডিভাইসেই এইচডি ভিডিওর গুণমান পাওয়া যাবে। Disney+ Hotstar অপর যে প্ল্যানটি এনেছে তা হল "প্রিমিয়াম" প্ল্যান যেখানে বার্ষিক ১৪৯৯ টাকার প্যাকেজে ব্যবহারকারীরা 4k মানের ভিডিও পাবেন, সঙ্গে পাবেন চারটি ডিভাইস অ্যাক্সেসের বিশেষ সুবিধা।
Disney+ Hotstar- এর সঙ্গে Netflix এবং Prime Video প্ল্যানের ফারাক
Netflix- এর চারটি প্ল্যান এই মুহূর্তে চালু রয়েছে। কেবলমাত্র মোবাইল-এর প্ল্যান প্রতিমাসে ১৯৯ টাকা থেকে শুরু হয়। এটি ব্যবহারকারীদের স্মার্টফোন বা ট্যাবলেটগুলিতে এসডি গুণমানের ভিডিও দেখার সুযোগ দেয়। এছাড়াও রয়েছে একটি ‘বেসিক প্ল্যান’ যেটি ব্যবহারকারীদের তাঁদের ফোন, ল্যাপটপ, ট্যাবলেট এবং টিভিগুলিতে প্রতিমাসে ৪৯৯ টাকার বিশেষ প্যাকেজে সমস্ত শো এবং চলচ্চিত্রগুলি দেখার সুবিধা দেয়। এই প্ল্যানেও এসডি গুণমানের ভিডিও দেখার সুযোগ পান ব্যবহারকারীরা।
স্ট্যান্ডার্ড প্ল্যান ব্যবহারকারীরা ৬৪৯ টাকার বিশেষ মুল্যে একসঙ্গে দুটি ডিভাইসে এইচডি গুণমানের ভিডিও দেখার সুযোগ পান। Netflix প্রিমিয়াম প্ল্যানে ব্যবহারকারীরা মাসে ৭৯৯ টাকার বিনিময়ে আল্ট্রা এইচডি গুণমানের ভিডিও উপভোগ করতে পারেন এবং একসঙ্গে চারটি ডিভাইস অ্যাক্সেসের বিশেষ সুবিধা পান এই প্ল্যান ব্যবহারকারীরা।
আরও পড়ুন “Zoom”কে টক্কর দেশীয় অ্যাপ “VideoMeet”
অপরদিকে Amazon Prime Video ব্যবহারকারীরা বার্ষিক ৯৯৯ টাকা অথবা মাসিক ১২৯ টাকার বিশেষ প্যাকেজে 4k গুণমানের ভিডিও সঙ্গে পান আনলিমিটেড ডাউনলোডের সুবিধা। এরসঙ্গেই Amazon Prime Video ইউজাররা অ্যামাজনের এক্সক্লুসিভ ডিলগুলির বিশেষ অফারের সুবিধা। অ্যামাজনের কোন সামগ্রী কেনার ওপর ‘Amazon Prime Video’ গ্রাহকরা পান দ্রুত এবং ফ্রি ডেলিভারির সুবিধাও।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন