প্রতিদিনের ঘোরাফেরা, খানাপিনা, আড্ডা, কিছুই যেন জমে না ছবি ছাড়া। প্রযুক্তিনির্ভর প্রজন্মের কাছে আনন্দের যে কোনো মুহূর্ত উদযাপনের যেন এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ফোনে তোলা ছবি। ফোনের নিজস্ব ক্যামেরা ছাড়াও কিছু অ্যাপ রয়েছে, যা দিয়ে এত দিন মনের মত ছবি তোলা সম্ভব হত। কিন্তু সম্প্রতি নিজের ভান্ডার থেকে ২৯ টি 'বিউটি ক্যামেরা অ্যাপ' মুছে দিল গুগল।
নিরাপত্তা ফার্ম ট্রেন্ড মাইক্রো অভিযোগ জানিয়েছিল, এই ধরণের বিউটি অ্যাপ অধিকাংশ ক্ষেত্রে ইচ্ছাকৃত ভাবে ইউজারদের কাছে অকারণে একাধিক অশ্লীল ছবি তুলে ধরত। গুগলের কাছে সে তথ্য পৌঁছলে গুগল প্লে থেকে বিউটি ক্যামেরা অ্যাপ সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয় সংস্থা। অন্যদিকে অ্যান্ড্রয়েডের বিশ্লেষণ করে এক্সডিএ ডেভেলপার প্রকাশ করেছে যে আগামীকালের আপডেটেড সফটওয়ার ভার্সনের আদল বদলে যাবে, সম্ভবত নতুন সিস্টেমের ওয়াইড ডার্ক মোড নিয়ে আসা হবে।
এই ধরণের অ্যাপগুলি আপনার ফোনের ফোটো অনায়াসেই ব্যবহার করতে পারে। আশঙ্কা করা হচ্ছে, এই ধরণের বিউটি ক্যামেরা অ্যাপগুলি ফিশিং ওয়েবসাইটকে ব্যক্তিগত ছবি চুরি করার নির্দেশ দিয়ে থাকে। এছাড়া এই ধরণের অ্যাপগুলিতে ফোনে না থাকা অ্যাপকে নিয়ে আসে, এবং ফোনের সম্পূর্ণ স্ক্রিন জুড়ে তা ডিসপ্লে হয়।
আরও পড়ুন: দেশের গণ্ডীর মধ্যে রাখতে হবে ‘হোয়াটসঅ্যাপ পে’র লেনদেন সংক্রান্ত তথ্য, তবেই মিলবে ছাড়পত্র
এই সমস্ত অ্যাপ ভারত সহ গোটা এশিয়া মহাদেশে জনপ্রিয়।
এই অ্যাপগুলির মধ্যে রয়েছে
১) প্রো ক্যামেরা বিউটি
২) কার্টুন আর্ট ফটো
৩) সেলফি ক্যামেরা প্রো
৪) বিউটি ক্যামেরা
৫) ইমোজি ক্যামেরা
৬) আর্টিস্টিক এফেক্ট ফিল্টার
৭) হরাইজন বিউটি ক্যামেরা
৮) সুপার ক্যামেরা
৯) আর্ট এফেক্ট ফর ফটো
১০) অসম্ কার্টুন আর্ট
১১) আর্ট ফিল্টার ফটো
১২) কার্টুন এফেক্ট
১৩) প্রিজমা ফটো এফেক্ট
১৪) ফটো এডিটর
১৫) ওয়ালপেপার এইচডি
১৬) ম্যাজিক আর্ট
১৭) ফিল্টার ফটো এডিটর
১৮) ফিল আর্ট ফটো এডিটর
১৯) আর্ট ফিল ফটো এডিটিং
২০) কার্টুন আর্ট ফটো ফিল্টার
২১) আর্ট ফিল্টার ফটো এডিটর
২২) পিক্সচার
২৩) আর্ট এফেক্ট
২৪) ফটো আর্ট এফেক্ট
২৫) কার্টুন ফটো ফিল্টার
২৬) আর্ট এডিটর
২৭) আর্ট এফেক্ট
Read the full story in English