WhatsApp কিছুদিন আগেই লঞ্চ করেছে তার নতু ফিচার “View Once”। যে ফিচারটি মুলত চ্যাট হিস্ট্রি মোছা- এই ফিচারের এক সম্প্রসারিত ফিচার অপশন। “ডিলিট চ্যাট হিস্ট্রি” এই বিকল্পটি নিয়ে অনেকদিন থেকেই পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে WhatsApp। ইউজাররা শীঘ্রই একটি নতুন বিকল্প পাবে বলে আশা করা হচ্ছে। WhatsApp তার “ডিলিট চ্যাট হিস্ট্রি” এই বিকল্পটির মধ্যেই এক নতুন ফিচার, “Disappearing Messages” ডিলিট “চ্যাট হিস্ট্রি”-তে যুক্ত হতে চলেছে। ৯০ দিনের একটি নতুন সময়সীমা সেটিংস পরীক্ষা করছে, WhatsApp যার পরে চ্যাটে পাঠানো মেসেজগুলি নিজে থেকেই “অটো ডিলিট” হয়ে যাবে।
ইউজাররা “ডিলিট চ্যাট হিস্ট্রি” ফিচারে ৭ থেকে ৯০ দিনের বিশেষ একটি অপশনের সঙ্গে ২৪ ঘণ্টারও একটি বিকল্প পাবেন। WhatsApp ইউজাররা তাদের পছন্দ করা “অপশন টাইমের” পর একটি চ্যাট আপনা-আপনি ডিলিট হয়ে যাবে। যদিও টেলিগ্রাম এবং সিগন্যালের মতো অন্যান্য মেসেজিং অ্যাপগুলির মতো WhatsApp এখনই তার ইউজারদের জন্য একটি কাস্টমাইজযোগ্য বিকল্প রাখছে না।
এখানে একটি বিষয় খেয়াল রাখ জরুরি, আপনি যদি “Disappearing Messages” অপশনটি চালু রাখেন তাহলে WhatsApp-এর তরফ থেকে আপনার কাছে একটি নোটিফিকেশন আসবে যাতে উল্লেখ করা থাকবে, "আপনি “disappearing messages” বিকল্পটি চালু করেছেন এবং নির্দিষ্ট (XXX) দিন পরে সেই চ্যাট গুলি অটো ডিলিট হয়ে যাবে।
আরও পড়ুন: টাইপ না করেই WhatsApp-এ মেসেজ পাঠান, জানুন কীভাবে
WaBetaInfo তরফ থেকে পাওয়া রিপোর্ট অনুসারে, নতুন এই ফিচার অপশনটির বিষয়ে ভবিষ্যতে আপডেটে পাওয়া যাবে। ২.২১.৯.৬ অ্যান্ড্রয়েড বিটা সংস্করণে নতুন এই ফিচারটি পাওয়া যাবে। এখানে একটি উল্লেখযোগ্য বিষয় হল WhatsApp ইউজাররা “Disappearing messages”অপশন চালু করার পর নির্দিষ্ট কোন চ্যাট ডিলিটের আগেই যদি সেই ইউজার WhatsApp-এর ব্যাকআপ নেন,তাহলে সেই চ্যাট বা মেসেজটিও ব্যাকআপের অন্তর্ভুক্ত হবে। এবং যখন সেই ইউজার ব্যাকআপ রিস্টোর করবেন, তখন রিস্টোর সম্পূর্ণ হওয়ার পর সেই মেসেজটি অটো-ডিলিট হয়ে যাবে।
যদি কোন ইউজার সাতদিন একটানা তার WhatsApp না খোলেন তাহলে সেই মেসেজগুলি নিজে থেকেই ডিলিট হয়ে হয়ে যাবে যেগুলিতে তিনি “Disappearing Messages” অপশন চালু রাখবেন। WhatsApp না খুললেও সেই মেসেজের একটি প্রিভিউ ইউজাররা একটি নোটিফিকেশনের মাধ্যমে পাবেন।
এখন একঝলকে দেখে নেওয়া যাক আপনি কীভাবে সহজেই আপনার WhatsApp-এ “Disappearing Messages” অপশন অ্যাক্সেস করবেন!
ধাপ-১ আপনার অ্যান্ড্রয়েড বা আইওএস স্মার্টফোনে WhatsApp চ্যাট খুলুন এবং যে কোনও চ্যাট দেখুন যা আপনার কন্টাক্ট লিস্টে রয়েছে।
ধাপ-২ তারপর আপনাকে কন্টাক্ট লিস্টে থাকা যেকোনও নামের ওপর ট্যাপ করতে হবে। তারপর আপনাকে “disappearing messages” সেটিংস-এ ট্যাপ করতে হবে।
ধাপ-৩ এরপর আপনার অ্যাক্সেস অনুরোধ গৃহীত হলে, আপনি “Continue” অপশন ট্যাপ করে “Disappearing Messages” অন করুন। আপনি যদি অপশনটি বন্ধ করতে চান তাহলে সহজেই সেটিংস-এ ফিরে এসে, “Disappearing Messages” অপশন অফ করে দিন। এই অপশনটি আপনি কোনও গ্রুপ চ্যাটের ক্ষেত্রেও সহজেই অ্যাক্সেস করতে পারবেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন