Advertisment

P২০ প্রো'র মত হুয়াওয়ের বাকি ফোনগুলিতেও থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা

সদ্য বাজারে আসা হুয়াওয়ে P২০ প্রো'তে থাকছে দুটির বদলে তিনটি উন্নতমানের ক্যামেরা। হুয়াওয়ের প্রেসিডেন্ট ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন যে তাদের সমস্ত আপকামিং ফোনেই এরকম ক্যামেরা থাকবে।

author-image
IE Bangla Web Desk
New Update
huaweip20pro_big_new1

হুয়াওয়ে পি ২০ প্রো

স্মার্টফোন বাজারের ইঁদুর দৌড়ে একে অপরকে টেক্কা দিতে মোবাইল কোম্পানিগুলি প্রায়শই নিত্যনতুন ফীচার নিয়ে আসে। যেমন হুয়াওয়ে। এই চিনা মোবাইল কোম্পানীটি ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন তাদের আপকামিং ফোনগুলিতে থাকবে দুটির বদলে তিনটে ক্যামেরা।

Advertisment

আরও পড়ুন : ওয়ানপ্লাস সিক্স: লঞ্চের সঙ্গে সঙ্গেই জল্পনার অবসান

ইতিমধ্যেই তাঁদের নতুন ফোন হুয়াওয়ে P20 প্রো ফোনটিতে রয়েছে তিনটে লেন্সের ক্যামেরা। এটি বিশ্বের সর্বপ্রথম স্মার্টফোন যাতে রয়েছে তিনটি রেয়ার ফেসিং ক্যামেরা। হুয়াওয়ে জানিয়েছে শুধু দামী ফোনই নয়, সাশ্রয়ী দামের ফোনে ও তাঁরা এধরনের ক্যামেরা দেবেন।

এই তিনটি ক্যামেরার মধ্যে একটিতে থাকবে স্পেশাল কিছু ফিচার। বাকি দুই ক্যামেরাতেও থাকবে প্রয়োজনীয় কিছু উন্নতমানের বৈশিষ্ট।

আরও পড়ুন : লেনোভোর এই আগামী ফোনটির বৈশিষ্ট জানলে অবাক হয়ে যাবেন

তাঁদের দাবী সদ্য রিলিজ হওয়া ট্রিপল ক্যামেরা ফোন  হুয়াওয়ে P২০ প্রো DSLR মানের ছবি তুলতে সক্ষম। তিনটি রিয়ার ক্যামেরার মধ্যে একটি ৪০ মেগাপিক্সেল  RGB সেন্সর একটি ২০ মেগাপিক্সেলের মোনোক্রম সেন্সর এবং অন্যটি ৮ মেগাপিক্সেলের টেলিফোন লেন্স। ৬৪,৯৯৯ টাকা দামের এই ফোনটি এখন  ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে। তবে বাজারে টিকতে গেলে এই ফোনটিকে আইফোন টেন, স্যামসং গ্যালাক্সি S9+ এবং গুগল পিক্সেল ২ XL-এর মত ফোনের সঙ্গে ও লড়াই করতে হবে।

smartphone Huawei honor
Advertisment