Advertisment

Boost Mobile Data Speed: 5G স্মার্টফোনে ইন্টারনেট স্লো! সহজ এই পদ্ধতিতে হবে সমস্যার সমাধান

Boost Mobile Data Speed: অনেক সময় হাতে 5G স্মার্টফোন থাকার পরও মানুষ ইন্টারনেট স্পীড নিয়ে সমস্যার সম্মুখীন হন। এমনকি 5G-র যুগেও ফোনে ডেটা স্পীড কম হওয়ার কারণে জরুরি কাজ বিপন্ন হতে বসে।

author-image
IE Bangla Tech Desk
New Update
5G internet

স্মার্টফোনে 5G থাকা সত্ত্বেও, ইন্টারনেট স্লো! সহজ পদ্ধতিতে নিমেষে সমস্যার সমাধান।

Boost Mobile Data Speed: স্মার্টফোনে 5G থাকা সত্ত্বেও, ইন্টারনেট স্লো!  সহজ পদ্ধতিতে নিমেষে সমস্যার সমাধান। 

Advertisment

স্মার্টফোনের সঙ্গে  ইন্টারনেট আজ মানুষের প্রথম ও প্রধান চাহিদা হয়ে দাঁড়িয়েছে। অফিসের কাজ হোক অথবা স্কুলের পড়াশুনা, ব্যবসার কাজ সবেতেই আজ স্মার্টফোন অপরিহার্য্য। অনেক সময় হাতে 5G স্মার্টফোন থাকার পরও মানুষ ইন্টারনেট স্পীড নিয়ে সমস্যার সম্মুখীন হন। এমনকি 5G-র যুগেও ফোনে ডেটা স্পীড কম হওয়ার কারণে   জরুরি কাজ বিপন্ন হতে বসে। আপনিও যদি এমন সমস্যার সম্মুখীন হন, তাহলে আজকের এই প্রতিবেদনেই হবে মুসকিল আসান।  

আজকাল বেশিরভাগ কাজই হয় ইন্টারনেটের মাধ্যমে। এমন পরিস্থিতিতে হাইস্পীড ইন্টারনেট মানুষের জীবনে বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখন মানুষ শুধুমাত্র হাই স্পীড ইন্টারনেটের কারণে ব্রডব্যান্ড পরিষেবার দিকে ঝুঁকছে। আপনার ফোনে সীমাহীন ইন্টারনেট থাকা সত্ত্বেও আপনি যদি স্লো ইন্টারনেটের কারণে সমস্যায় পড়েন তাহলে আজ এই প্রতিবেদনের মাধ্যমে এমন কিছু বিশেষ কৌশল জানাতে চলেছি। যেগুলি মেনে চললে স্লো ডেটা কানেক্টিভিটির সমস্যা চিরতরে দূর হয়ে যাবে।

Ola-Ather-কে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে রাস্তায় ছুটবে Honda Activa ইলেকট্রিক! কবে লঞ্চ?

নেটওয়ার্ক মোড পরিবর্তন করুন
অনেক সময় সঠিক নেটওয়ার্ক মোড নির্বাচন না করার কারণে ফোনে ইন্টারনেট স্পীড কমে যায়। অতএব, আপনি যদি আপনার ফোনে হাই স্পীড ইন্টারনেট না পেয়ে থাকেন তাহলে তার কারণ হতে পারে নেটওয়ার্ক মোডে সমস্যা। নেটওয়ার্ক মোড বদল করতে, আপনাকে ফোনের সেটিংসে যেতে হবে এবং মোবাইল নেটওয়ার্ক অপশনে যেতে হবে। এখানে আপনি সিম কার্ডের অপশন পাবেন। আপনি সিম কার্ডে ট্যাপ করে নেটওয়ার্ক মোডে যেতে পারেন। আপনাকে এখানে LTE/5G/4G বিকল্পটি নির্বাচন করতে হবে।

ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ করুন
অনেক সময়, অনেক অ্যাপ খোলা থাকলেও ডেটার স্পীড স্ল হয়ে যায়। সুতরাং আপনি যদি হাই স্পীড ডেটা ব্যবহার করতে চান তবে আপনাকে ব্যাকগ্রাউন্ড অ্যাপগুলি বন্ধ করতে হবে।

লোকেশন অন রাখবেন না
আপনি যদি না জানেন, তাহলে জেনে নিন Google এর ম্যাপ লোকেশন চালু থাকলে ক্রমাগত ডেটা খরচ হতেই থাকে। যদি আপনার ফোনের লোকেশন অন থাকে তা অবিলম্বে বন্ধ করুন নচেৎ আপনি স্লো ইন্টারনেট স্পীড পাবেন। এই কাজ করতে আপনাকে স্মার্টফোনের সেটিংসে গিয়ে লোকেশন বন্ধ করতে পারেন।

পরের গরমে দুরন্ত সার্ভিস পেতে চান? শীতে এসি মেশিনের যত্ন নিতে ভুলবেন না


সফ্টওয়্যার আপডেট
অনেক স্মার্টফোন ব্যবহারকারী আছেন যারা কয়েক মাস ধরে অ্যাপ্লিকেশন এবং ফোন সফ্টওয়্যার আপডেট করেন না। অনেক সময় সফটওয়্যার আপডেট না করার কারণে ডেটা স্পীড কমতে থাকে। আপনি যদি আপনার ফোনের সফ্টওয়্যার এবং আপনার ফোনে উপস্থিত অ্যাপগুলি আপডেট না করে থাকেন তবে আপনার তা অবিলম্বে আপডেট করা উচিত। আপনি গুগল প্লে স্টোরে গিয়ে আপনার ফোনে কোন অ্যাপ্লিকেশন আপডেট করা হয়নি তা জানতে পারবেন।

5G network 5G smartPhone
Advertisment