/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/06/top-tech-news-11-june.jpg)
Read today's tech news headline in one place:
অবশেষে লঞ্চ আন্ড্রয়েড বিটা ১১
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/06/Android-11.jpg) অ্যান্ড্রয়েড বিটা ১১
 অ্যান্ড্রয়েড বিটা ১১মিনিয়াপোলিসে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের খুনের প্রতিবাদে যখন অগ্নিগর্ভ মার্কিন মুলুক, তখন স্থগিত হয়েছিল অ্যান্ড্রয়েড ১১-এর বিটা লঞ্চ ইভেন্ট। অবশেষে অ্যান্ড্রয়েডের নতুন আপডেটেড ভার্সন চলে এসেছে গ্রাহকদের হাতে। অ্যান্ড্রয়েড ১১-এর চূড়ান্ত সংস্করণ আগস্টে রোল আউট হবে। তবে এখন বিটা ভার্সন ব্যবহার করা যাবে। অ্যান্ড্রয়েড ১১ পাবলিক বিটা কী? অ্যান্ড্রয়েড ১১ পাবলিক বিটা আপাতত সর্বশেষ সংস্করণ। অ্যান্ড্রয়েড ১১ পাবলিক বিটা লঞ্চের মূল কারণ, নিয়মিত গ্রাহকদের ব্যবহারের প্রতিক্রিয়া নেওয়া, এবং সেই মতো পর্যবেক্ষন করে নতুন অপারেটিং সিস্টেমকে উন্নত করার লক্ষ্যে গুগল। সমস্যা সমাধান হলে আগস্টেই সকল গ্রাহক ব্যবহার করতে পারবেন অ্যান্ড্রয়েড ১১।
বিস্তারিত পড়ুন- কী কী সুবিধা পাবেন অ্যান্ড্রয়েড বিটা ১১ ব্যবহারে
রাস্তা চেনাবেন অমিতাভ বচ্চন
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/06/Amitabh-Bachchan-759-3.jpg) অমিতাভ বচ্চনের গলা স্বর এখন আপনার পথের সঙ্গী হতে পারে
 অমিতাভ বচ্চনের গলা স্বর এখন আপনার পথের সঙ্গী হতে পারেহ্যাঁ, ঠিকই পড়েছেন। আপনি রাস্তায় হারিয়ে গেলে, আপনার ফোনে থাকা গুগল ম্যাপ অন করার পর আপনাকে পথ দেখাবে অমিতাভ বচ্চন। অথবা ঠিক কোন দিকে বাঁক নিলে রাস্তার জ্যাম এড়িয়ে যাওয়া যাবে সেই বার্তাও দেবেন তিনি। যাত্রাপথে আপনার সঙ্গী হতে চলেছে শাহেনশাহ মৃদু গম্ভীর বহু পরিচিত গলার স্বর।
বিস্তারিত পড়ুন- কীভাবে সম্ভব হবে এমনটা?
Latest technology news headlines briefs in bengali
প্রযুক্তি প্রেম সুন্দর পিচাইকে সফল করেছে সে দেশে, রইল তাঁর জীবনের নয় আকর্ষণীয় তথ্য
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/04/SundarPichai-lead.jpg) গুগল প্রধান সুন্দর পিচাই
 গুগল প্রধান সুন্দর পিচাইবুধবার তথ্যপ্রযুক্তি সংস্থা গুগলের সিইও সুন্দর পিচাইয়ের জন্মদিন। সম্প্রতি তার জীবনের স্মরণীয় ঘটনা প্রকাশ্যে এসেছে। ইউটিউব অরজিনাল সম্প্রচারিত ডিয়ার ক্লাস ২০২০ অনুষ্ঠানে সেই সমস্ত স্মরণীয় ঘটনার কথা উল্লেখ করে বর্তমান যুগের ছাত্র-ছাত্রীদের উৎসাহ দিচ্ছেন তিনি। যাঁরা স্নাতক শ্রেণিতে পড়াশোনা শুরু করতে যাবে, তাদেরকে পরামর্শ দেওয়ার জন্য বছর ৪৮ এর পিচাই এই নতুন অনুষ্ঠানটি শুরু করেছেন।
সেখানে তিনি বার বার উল্লেখ করেছেন, বেশ কিছু জিনিস বিরক্তির সৃষ্টি করলেও ধৈর্য ধরতে হবে। এই অনুষ্ঠানে সুন্দর পিচাই, তাঁর জীবনের হেঁটে আসা কঠিন অজানা পথের কথা উল্লেখ করেছেন।
বিস্তারিত পড়ুন- সুন্দর পিচাই সম্পর্কে জেনে নিন বিশদে
দিনের সেরা প্রযুক্তির খবর একসঙ্গে পড়ুন এই প্রতিবেদন, আসছে বাকি খবর
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
 Follow Us
 Follow Us