Read today's tech news headline in one place:
কোথায় কোভিড-১৯ টেস্ট হয় তা জানিয়ে দেবে গুগল
সম্প্রতি গুগল নতুন ফিচার নিয়ে এসেছে। যার সাহায্যে অতি সহজেই আপনি জানতে পারবেন আপনার বাড়ীর নিকটবর্তী কোন জায়গায় কোভিড-১৯ টেস্ট হয়। গুগল অ্যাসিস্ট্যান্ট এবং ম্যাপ আপনাকে পৌঁছে দেবে যথাস্থানে। ইংরেজি,হিন্দি,বাংলা,তেলেগু,তামিল,মালায়ালাম কানাডা,মারাঠি এবং গুজরাটি ভাষায় জানতে পারবেন সেন্টারের ঠিকানা।
বিস্তারিত পড়ুন- জেনে নিন কীভাবে জানতে পারবেন?
গগনযান উৎক্ষেপণে বাঁধা হয়ে দাড়াচ্ছে লকডাউন?
ইসরো চেয়ারপার্সন
করোনা ভাইরাস এর জেরে লকডাউন জারি করার কারণে স্থগিত হয়েছে গগনযান মিশনের কাজ। যার ফলে উৎক্ষেপণের নির্ধারিত সময়কাল বদল হতে পারে বলে জানিয়েছে ইসরো।
বিস্তারিত পড়ুন- হাল ছাড়তে নারাজ ইসরো,
অবশেষে লঞ্চ আন্ড্রয়েড বিটা ১১
অ্যান্ড্রয়েড বিটা ১১
মিনিয়াপোলিসে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের খুনের প্রতিবাদে যখন অগ্নিগর্ভ মার্কিন মুলুক, তখন স্থগিত হয়েছিল অ্যান্ড্রয়েড ১১-এর বিটা লঞ্চ ইভেন্ট। অবশেষে অ্যান্ড্রয়েডের নতুন আপডেটেড ভার্সন চলে এসেছে গ্রাহকদের হাতে। অ্যান্ড্রয়েড ১১-এর চূড়ান্ত সংস্করণ আগস্টে রোল আউট হবে। তবে এখন বিটা ভার্সন ব্যবহার করা যাবে। অ্যান্ড্রয়েড ১১ পাবলিক বিটা কী? অ্যান্ড্রয়েড ১১ পাবলিক বিটা আপাতত সর্বশেষ সংস্করণ। অ্যান্ড্রয়েড ১১ পাবলিক বিটা লঞ্চের মূল কারণ, নিয়মিত গ্রাহকদের ব্যবহারের প্রতিক্রিয়া নেওয়া, এবং সেই মতো পর্যবেক্ষন করে নতুন অপারেটিং সিস্টেমকে উন্নত করার লক্ষ্যে গুগল। সমস্যা সমাধান হলে আগস্টেই সকল গ্রাহক ব্যবহার করতে পারবেন অ্যান্ড্রয়েড ১১।
বিস্তারিত পড়ুন- কী কী সুবিধা পাবেন অ্যান্ড্রয়েড বিটা ১১ ব্যবহারে