Read today’s tech news headline in one place:
বিএসএনএল নেটওয়ার্ক উন্নয়নে ব্যবহার করবে না চিনা পণ্য
সূত্রের খবর, টেলিকম বিভাগ (ডিওটি) রাষ্ট্রীয় মালিকানাধীন ভারত সঞ্চার নিগম লিমিটেডকে (বিএসএনএল) ফোর জি উন্নয়নে চিনা টেলিকম পণ্য ব্যবহার না করার নির্দেশ দিয়েছে। জানা যাচ্ছে, সংস্থার পুনর্জীবনের ক্ষেত্রে চিনা পণ্য ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
বিস্তারিত পড়ুন- কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল?