/indian-express-bangla/media/media_files/2025/04/08/JI0FKnAcZkpkMzHjCceF.jpg)
Websites: ওয়েবসাইট। (ছবি- ফেসবুক)
Most Visited Websites in the World and India (2025): From Google to ChatGPT: বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ২০২৫ সালের শুরুতে দাঁড়িয়েছে ৫.৫৬ বিলিয়ন, অর্থাৎ ৫৫৬ কোটি। যা ২০২৪ সালের তুলনায় ২.৫% বেশি। এই ডিজিটাল যুগে ওয়েবসাইটগুলির প্রভাব আগের যে কোনও সময়ের চেয়ে বেশি।
সিমিলারওয়েব-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি ভিজিট হওয়া ওয়েবসাইট হল- গুগল ডট কম। তার পরেই তালিকায় রয়েছে ইউটিউব। যেখানে ব্যবহারকারীরা প্রতিবার গড়ে ২০ মিনিট ৪৭ সেকেন্ড সময় কাটান। যা অন্যান্য সাইটের তুলনায় সবচেয়ে বেশি।
তালিকার তৃতীয় থেকে পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে ফেসবুক, ইনস্টাগ্রাম, ও এক্স (পূর্বের টুইটার)। দ্রুত উন্নতি করা ওয়েবসাইটের মধ্যে রয়েছে চ্যাটজিপিটি, যা সপ্তম স্থানে উঠে এসেছে এবং গড়ে প্রতি ভিজিটে ব্যবহারকারীরা ৬ মিনিটের বেশি সময় কাটান এই ওয়েবসাইটে।
নীচে ২০২৫ সালের ফেব্রুয়ারির ভিত্তিতে গড় সময় অনুসারে বিশ্বের সেরা ১০টি সবচেয়ে বেশি ভিজিট হওয়া ওয়েবসাইটের একটি চার্ট দেওয়া হল:
র্যাঙ্ক | ওয়েবসাইট | গড় ভিজিট সময় | প্রতি ভিজিটে পেজ | বাউন্স রেট |
---|---|---|---|---|
১ | গুগল (google.com) | ১০ মিনিট ৪৬ সেকেন্ড | ৮.৬৯ | ২৭.৮৩% |
২ | ইউটিউব (youtube.com) | ২০ মিনিট ৪৭ সেকেন্ড | ১৩.৫৫ | ২০.৫৭% |
৩ | ফেসবুক (facebook.com) | ১০ মিনিট ৫৯ সেকেন্ড | ১৩.৪২ | ২৯.৫৯% |
৪ | ইনস্টাগ্রাম (instagram.com) | ৮ মিনিট ৪১ সেকেন্ড | ১৩.৩৩ | ৩২.৯০% |
৫ | এক্স (x.com, পূর্বের টুইটার) | ১২ মিনিট ৩৭ সেকেন্ড | ১২.৯ | ৩০.৪৪% |
৬ | হোয়াটসঅ্যাপ (whatsapp.com) | ১২ মিনিট ২৬ সেকেন্ড | ৩.৮৩ | ৫৫.৭৬% |
৭ | চ্যাটজিপিটি (chatgpt.com) | ৬ মিনিট ৪৭ সেকেন্ড | ৩.৮১ | ৩০.৯৪% |
৮ | উইকিপিডিয়া (wikipedia.org) | ৩ মিনিট ১৮ সেকেন্ড | ৩.২৫ | ৫৩.৪২% |
৯ | রেডিট (reddit.com) | ৬ মিনিট ৭ সেকেন্ড | ৪.৮৬ | ৪২.৬৬% |
১০ | ইয়াহু (yahoo.com) | ৭ মিনিট ৪৩ সেকেন্ড | ৫.৫১ | ৩৫.৬৬% |
ভারতের ক্ষেত্রেও – তালিকা প্রায় একই রকম। ভারতে সবচেয়ে বেশি ভিজিট হওয়া ওয়েবসাইটগুলির মধ্যে গুগল ও ইউটিউব শীর্ষে রয়েছে। এরপর তালিকায় রয়েছে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক।
আরও পড়ুন- মার্কিন শেয়ারবাজারে ব্যাপক ধস, কতটা প্রভাব পড়ল ভারতীয় শেয়ার বাজারে? সমস্যা আরও বাড়তে পারে?
এই তথ্যগুলি স্পষ্ট দেখাচ্ছে যে, বিশ্বের অন্যান্য প্রান্তের পাশাপাশি ভারতেও ডিজিটাল দুনিয়ায় ব্যবহার ব্যবহারকারীর সংখ্যা এবং ইন্টারনেট নির্ভরতার অনেকটাই বেড়েছে। বিশেষ করে ভারত 'ডিজিটাল ইন্ডিয়া'র পথে হাঁটা শুরু করার পর থেকেই ভারতে ইন্টারনেট নির্ভরতা কয়েকগুণ বেড়ে গিয়েছে।