Top 5 Electric Scooters: পারফরম্যান্সে বছরের সেরা ইলেকট্রিক স্কুটার কোনটি? কেনার আগে ঝটপট দেখুন তালিকা

Top 5 Electric Scooters: আপনি যদি নিজের জন্য একটি ইলেকট্রিক স্কুটার নেওয়ার প্ল্যানিং করেন তাহলে দেখে নিন ২০২৪ সালের বাজারের সেরা স্কুটারের তালিকা।

Top 5 Electric Scooters: আপনি যদি নিজের জন্য একটি ইলেকট্রিক স্কুটার নেওয়ার প্ল্যানিং করেন তাহলে দেখে নিন ২০২৪ সালের বাজারের সেরা স্কুটারের তালিকা।

author-image
IE Bangla Tech Desk
আপডেট করা হয়েছে
New Update
Top 5 Electric Scooters

বছরের সেরা ইলেকট্রিক স্কুটার! তালিকায় শীর্ষে কে?

Top 5 Electric Scooters: বাজারে তুঙ্গে চাহিদা ইলেকট্রিক স্কুটারের। চাহিদার কথা মাথায়  রেখে একাধিক সংস্থা নিয়ে আসছে ব্র্যাণ্ডের সেরা ইভি। আপনি যদি নিজের জন্য একটি ইলেকট্রিক স্কুটার নেওয়ার প্ল্যানিং করেন তাহলে দেখে নিন ২০২৪ সালের বাজারের সেরা স্কুটারের তালিকা।   

 Ola S1 Pro Gen 2

Advertisment

উন্নত ব্যাটারি প্যাক, দুর্দান্ত ডিজাইন, সেরা ফিচারের তালিকায় সর্বপ্রথমেই রয়েছে  OLA S1 Pro Gen 2। এই ইভিতে রয়েছে পার্টি মোড, প্রক্সিমিটি আনলক এবং ক্রুজ কন্ট্রোলের মতো অনন্য বৈশিষ্ট্য । OLA S1 Pro Gen 2 তে রয়েছে 4 kWh লি-আয়ন ব্যাটারি
ফুল চার্জে এই স্কুটার আপনাকে দেবে ১৯৫ কিমি। এই ইলেকট্রিক স্কুটারের সর্বোচ্চ গতি ঘন্টায় ১২০ কিমি। 

Ather 450X

Ather 450X Gen 3 মডেলে রয়েছে অ্যালুমিনিয়াম বডি, দীর্ঘ পরিসর, পার্ক অ্যাসিস্ট এবং গাইড-মি-এর মত অনন্য ফিচার। Ather 450X Gen 3  মডেলে রয়েছে  2.7 kWh লি-আয়ন ব্যাটারি (স্ট্যান্ডার্ড)সর্বোচ্চ শক্তি: 6.2 কিলোওয়াট। সম্পুর্ণ চার্জে এই ইলেকট্রিক স্কুটার আপনাকে দেবে প্রায় ১১১ কিমি। স্কুটারের  সর্বোচ্চ গতি ৯০ কিমি প্রতি ঘণ্টা। 

TVS iQube S 

Advertisment

আধুনিকতা ও ঐতিহ্যের মেলবন্ধন হল TVS iQube S! এটি ইকোনমি মোডে ১০০ কিমি এবং পাওয়ার মোডে ৭০ কিমি রাইডিং রেঞ্জ  অফার করে। এই স্কুটারে রয়েছে  ৩২-লিটারের বড় বুট স্পেস। TVS iQube S -এর ব্যাটারি ক্ষমতা 3.04 kWh। ফুল চার্জে ১০০ কিমি রাইডিং রেঞ্জ অফার করে। TVS iQube S -এর সর্বোচ্চ গতি ৭৮ কিমি প্রতি ঘণ্টা। 

Hero Vida V1 Pro

Hero Vida V1 Pro তে রয়েছে  ই-স্কুটারগুলিতে একাধিক আকর্ষণীয় ফিচার দিয়েছে। হিরোর এই স্কুটারে রয়েছে 7 ইঞ্চির TFT ডিসপ্লে, যা OTA সক্রিয়। অর্থাৎ ওভার দ্য এয়ার সফটওয়্যার আপডেট পেয়ে যাবেন চালকরা। ভবিষ্যতে বাগ ফিক্স এবং আরও ফিচার ওভার দ্য এয়ার অন্তর্ভুক্ত করতে পারবে সংস্থা। রয়েছে 4G, ব্লুটুথ, ক্লাউড-কানেক্টেড ফিচার্স এবং ওয়াই-ফাই অনবোর্ড।

অন্যান্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে টার্ন বাই টার্ন নেভিগেশন, ক্রুজ় কন্ট্রোল, ইলেকট্রনিক সিট এবং হ্যান্ডেল লক, কিলেস এন্ট্রি, ফলো মি হোম লাইটস, LED লাইটিং, রিভার্স এবং রিগেন অ্যাসিস্ট ও তার সঙ্গে টু-ওয়ে থ্রটল। এই স্কুটারের সর্বোচ্চ গতি ৮০ কিমি প্রতি ঘণ্টা। 

Bajaj Chetak New Electric Scooter

নিও ক্লাসিক ডিজাইনের সঙ্গে লঞ্চ করা হয়েছে Bajaj Chetak EV। নতুন প্রজন্মের বাজাজ চেতকের আপনি পাচ্ছেন 35 লিটার বুট স্পেস পাচ্ছেন। নতুন চেতকে 30 টিরও বেশি ফিচার রয়েছে । অনায়াসেই আপনি নতুন চেতকের সঙ্গে আপনার ফোন কানেক্ট করতে পারেন। এছাড়াও স্কুটারের রয়েছে মিউজিক কন্ট্রোল সিস্টেম। 

নতুন বাজাজ চেতকে দেওয়া হয়েছে আরও পাওয়ারফুল ব্যাটারি প্যাক। কোম্পানির দাবি অনুযায়ী, এই স্কুটারটি ৩ ঘণ্টায় ৮০ শতাংশ চার্জ হবে। Bajaj Chetak একবার সম্পূর্ণ চার্জে 153 কিলোমিটার রেঞ্জ অফার করে। Bajaj Chetak-এর নতুন EV 3501-এর এক্স-শোরুম মূল্য  1,27,243 টাকা এবং Bajaj Chetak-এর 3502 ভেরিয়েন্টের দাম 1,20000 টাকা৷

Electric scooter