5Tips To Reduce Electricity Bill: আজকাল প্রতিটি বাড়িতে এসি-মাইক্রোওয়েভ, টোস্টারের মত ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহারের ফলে বিদ্যুৎ বিল দ্রুত হুড়মুড়িয়ে বাড়ছে। গরম ও বর্ষায় এসি, ফ্যান এবং রান্নাঘরের একাধিক অত্যাধুনিক ডিভাইসের কারণে খরচ আরও বেড়ে যায়। এমন পরিস্থিতিতে, আমাদের চলুন আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক কীভাবে এসি, মাইক্রোওয়েভ চিমনি ব্যবহার করে বিদ্যুৎ বিলে বিরাট সাশ্রয় সম্ভব?
যদি আপনি এসি ব্যবহার করেন, তাহলে ইনভার্টার এসি বাড়ির ব্যবহারের জন্য বেছে নিন। কারণ সাধারণ এসির তুলনায় ইনভার্টার এসি অনেক কম বিদ্যুৎ খরচ করে। পাশাপাশি ইনভার্টার এসির বিশেষত্ব হল ঘরের তাপমাত্রা অনুসারে এসিটি কম্প্রেসারের গতি সামঞ্জস্য করে, ফলে বিদ্যুৎ খরচ অনেকটা কমে যায়। পাশাপাশি এসি কেনার সময় অবশ্যই ৫স্টার রেটিং দেখে তবেই কিনুন।
ঘরে না থাকা সত্ত্বেও অনেকেই ফ্যান ওন করে রাখেন। এই অভ্যাসের ফলে বিদ্যুৎ বিল বেড়ে যায়। ঘরে থাকাকালীনই কেবল ফ্যান চালান এবং ফ্যান নিয়মিত রক্ষণাবেক্ষণ করুন যাতে মোটর সঠিকভাবে চলে এবং বিদ্যুৎ খরচ কম হয়। বিদ্যুৎ বিলে সাশ্রয় পেতে BLDC ফ্যান বেছে নিন।
ঘরে অনেক পুরনো ইলেকট্রনিক যন্ত্রপাতিগুলিকে বিদায় জানান। বদলে LED বাল্ব, ৫ স্টার রেটিং রেফ্রিজারেটর এবং স্মার্ট ওয়াশিং মেশিনের মতো যন্ত্রপাতি কিনুন, এতে বছরে আপনি বিদ্যুৎ বিলে হাজার হাজার টাকা সাশ্রয় করতে পারবেন।
ছোট ছোট জিনিস যেমন ফোনের চার্জারের স্যুইচ বন্ধ না করা, টিভি স্ট্যান্ডবাই মোডে রাখা, অথবা দিনের বেলায় অপ্রয়োজনীয় আলো জ্বালানো - এই সব কিছুর ফলে বেশি বিল আসে। একটু সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করলে, আপনি আপনার মাসিক বিদ্যুৎ বিল অনেকাংশে কমাতে পারেন।