Advertisment

হুহু করে বিক্রি! জেনে নিন সেরা ৫ স্কুটারের তালিকা

Petrol scooters: অন্যান্য সব স্কুটারকে পিছনে ফেলে এগিয়ে রয়েছে Honda Activa

author-image
IE Bangla Tech Desk
New Update
Top 5 scooter

Petrol scooters: সামনেই উৎসবের মরসুম! আপনি যদি একটি নতুন স্কুটার কেনার প্ল্যান করেন তাহলে আজকের এই প্রতিবেদন আপনার জন্য। 

Advertisment

আজ এই প্রতিবেদনে আপনাকে ভারতে সেরা বিক্রি হওয়া ৫টি স্কুটারের তালিকা দিতে চলেছি। এই তালিকায় গত জুলাইয়ে সবচেয়ে বেশি বিক্রি হওয়া পেট্রোল স্কুটার সম্পর্কে জানাতে চলেছি। এই তালিকায় অন্যান্য সব স্কুটারকে পিছনে ফেলে এগিয়ে রয়েছে Honda Activa।  

[ ক্যান্সারের ঝুঁকি! মহাকাশে থাকায় দৃষ্টিশক্তিও হারাতে পারেন সুনিতা ]

-জুলাই 2024-এ Honda Activa-এর 1,95,604 ইউনিট বিক্রি হয়েছে। এই স্কুটারটির দাম এক্স শো-রুম প্রাইস 76,684 টাকা।  



-2024 সালের জুলাই মাসে TVS জুপিটারের 74,663 ইউনিট বিক্রি হয়েছে। এই স্কুটারটির দাম 73,700 টাকা। 



-Suzuki Access গতমাসে মোট 71,247 ইউনিট বিক্রি হয়েছে। এই স্কুটারের দাম 79,899 টাকা থেকে শুরু।

-চলতি বছরের জুলাই মাসে Honda Dio-র 33,447 ইউনিট বিক্রি হয়েছে। এই 110 cc স্কুটারের দাম 70211 টাকা থেকে শুরু।

-TVS Ntorq জুলাই 2024 এ 26,829 ইউনিট বিক্রি করেছে। এই 125 cc স্কুটারটির দাম 89,641 টাকা থেকে শুরু। 

scooters
Advertisment