Advertisment

দিনের সেরা প্রযুক্তির খবর: বিনামূল্যে হটস্টার ভিআইপি থেকে হোয়াটসঅ্যাপ পেমেন্ট

দিনের সেরা প্রযুক্তি খবর জেনে নিন এই প্রতিবেদনে

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

publive-image Jio – Disney+ Hotstar অফার

Advertisment

রিলায়েন্স জিও আরও বেশি সংখ্যক গ্রাহককে আকৃষ্ট করতে নতুন সুবিধা দিতে চলেছে। রিলায়েন্স জিও এখন ডিজনি + হটস্টার স্ট্রিমিং পরিষেবার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। জিও তার প্রিপেইড ব্যবহারকারীদের জন্য ১ বছরের বিনামূল্যে ডিজনি + হটস্টার ভিআইপি দেখার সুযোগ দিচ্ছে। এর জন্য নির্দিষ্ট রিচার্জ করতে হবে।

বিস্তারিত পড়ুন...কত টাকার রিচার্জ করলে বিনামূল্যে ডিজনি + হটস্টার ভিআইপি দেখার সুযোগ?

সামাজিক দুরত্ব নিশ্চিত করতে ব্যবহার করুন হোয়াসঅ্যাপ পেমেন্ট

publive-image হোয়াটসঅ্যাপ পেমেন্ট

ডিজিটাল পেমেন্ট লঞ্চ করল হোয়াটসঅ্যাপ। ভারত সরকার দ্বারা জারি করা সামাজিক দুরত্ব নিশ্চিত করতেই মূলত এই ফিচার নিয়ে এল সংস্থা। হোয়াটসঅ্যাপ যোগাযোগবিহীন টাকা পয়সা লেনদেনকে নতুন ভাবে এবং আরও সহজ উপায়ে গড়ে তুলল।

গুগল পে, ফোনপে এবং অন্যান্যগুলির মতো ডিজিটাল অর্থ প্রদানের পরিষেবার ব্যাপক চাহিদা রয়েছে। আপনি যদি অনলাইন প্রদানের উপর অত্যন্ত নির্ভরশীল হন এবং আপনি স্মার্টফোনে এর জন্য কোনও অতিরিক্ত অ্যাপ ডাউনলোড করতে চান না তবে হোয়াটসঅ্যাপ পে ব্যবহার করে দেখতে পারেন।

বিস্তারিত পড়ুন...হোয়াটসঅ্যাপ পেমেন্ট: জেনে নিন কীভাবে ব্যবহার করবেন?

Facebook Whatsapp
Advertisment