TVS Jupiter CNG: বৈশাখেই বাজারে তোলপাড়, ২২৬ কিমি-এর বিরাট রেঞ্জে ঝড় তুলে বাজারে আসছে Jupiter CNG

TVS Jupiter CNG Price And Feature: আপনি যদি টিভিএস জুপিটার সিএনজি-এর জন্য অপেক্ষা করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা।

TVS Jupiter CNG Price And Feature: আপনি যদি টিভিএস জুপিটার সিএনজি-এর জন্য অপেক্ষা করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা।

author-image
IE Bangla Tech Desk
New Update
TVS Jupiter CNG Scooter

বৈশাখেই বাজারে তোলপাড়, ২২৬ কিমি-এর বিরাট রেঞ্জে ঝড় তুলে বাজারে আসছে Jupiter CNG

TVS Jupiter CNG : বৈশাখেই বাজারে তোলপাড় পড়তে চলেছে। লঞ্চ হচ্ছে দেশের প্রথম সিএনজি স্কুটার। পাবেন ৮৪ কিলোমিটারের অনবদ্য মাইলেজ। 

Advertisment

আপনি যদি টিভিএস জুপিটার সিএনজি-এর জন্য অপেক্ষা করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর।  আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। বাজারে লঞ্চ হতে চলেছে টিভিএস জুপিটার সিএনজি।  স্কুটারটি প্রথম অটো এক্সপো ২০২৫-এ প্রদর্শিত হয়। তারপর থেকে, লাখো মানুষ নয়া এই সিএনজি স্কুটারের জন্য অধীরের আগ্রহে অপেক্ষায় বসে আছেন। 

এর আগে আগে দেশের প্রথম সিএনজি বাইক লঞ্চ করে বাজাজ অটো। জুপিটার সিএনজিতে ১.৪ কেজি ওজনের সিএনজি জ্বালানি ট্যাঙ্ক থাকবে। এই ট্যাঙ্কটি সিটের নীচে বুট স্পেসে ইনস্টল করা হয়েছে। আপনি যদি এই স্কুটারটি কেনার জন্য  অপেক্ষা করে থাকেন, তাহলে জানিয়ে রাখি আর বেশিদিন আপনাকে অপেক্ষা করতে হবে না। আগামী মাসেই বাজার কাঁপিয়ে খেলা দেখাতে আসরে নামছে Jupiter CNG

এখন একটি ঘর অতীত, গরমে গোটা বাড়িকে ঠান্ডা হবে, TATA-পোর্টেবেল এসিতে এবার বাজিমাত!

Advertisment

টিভিএস জুপিটার সিএনজিতে থাকতে চলেছে ১২৪.৮ সিসি, সিঙ্গেল-সিলিন্ডার, এয়ার-কুলড ইঞ্জিন। এই ইঞ্জিনটি ৭.১ বিএইচপি শক্তি এবং ৯.৪ এনএম টর্ক জেনারেট করতে সক্ষম। সিটের নিচে ১.৪ কেজি ওজনের একটি সিএনজি ট্যাঙ্ক রয়েছে এবং পাশাপাশি ২ লিটারের একটি পেট্রোল ট্যাঙ্কও রয়েছে এই সিএনজিতে।। টিভিএস দাবি করেছে যে এই স্কুটারটি ১ কেজি সিএনজিতে ৮৪ কিলোমিটারের অনবদ্য মাইলেজ দেবে এবং এর মোট পরিসর (সিএনজি + পেট্রোল) ২২৬ কিলোমিটার। সিএনজি স্কুটারটির সর্বোচ্চ গতি  ৮০ কিমি/ঘণ্টা। সিএনজি থেকে পেট্রোল মোডে পরিবর্তনের জন্য একটি বিশেষ বাটন থাকছে। 

বাজারে বিরাট দাপট,তালিকায় শীর্ষে এই ইলেকট্রিক স্কুটার, অনেক পিছিয়ে ওলা, হিরো, টিভিএস

টিভিএস জুপিটার সিএনজির প্রত্যাশিত দাম  ৯৫,০০০-১,০০,০০০ টাকা। কিন্তু কোম্পানির পক্ষ থেকে এই বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। টিভিএসের মতে, এটি খুবই নিরাপদ একটি সিএনজি স্কুটার। নতুন জুপিটার সিএনজি স্কুটারের ডিজাইনে খুব বেশি পরিবর্তন হবে না। আকার এবং অন্যান্য ফিচার্সের দিক থেকে এটি দেখতে অনেকটা  পেট্রোল স্কুটারের মতোই হবে। এই স্কুটারের সামনে মোবাইল চার্জার, সেমি ডিজিটাল স্পিডোমিটার, বডি ব্যালেন্স টেকনোলজি, অল ইন ওয়ান লক এবং সাইড স্ট্যান্ড ইন্ডিকেটরের মতো বৈশিষ্ট্য রয়েছে। মিডিয়া রিপোর্ট অনুসারে, এই স্কুটারটি এই বছরের মে-জুন মাসে লঞ্চ করা হতে পারে।