অ্যাক্টিভা বা পালসার কোনটাই না, দুর্দান্ত মাইলেজ সহ এই বাইকটি নম্বর ১

Hero Splendor Tops Sales: জিএসটি ২.০-র প্রভাবে বাইক বিক্রিতে রেকর্ড বৃদ্ধি। ২০২৫ সালের সেপ্টেম্বরে ভারতীয় টু-হুইলার বিক্রিতে হিরো স্প্লেন্ডার এক নম্বরে।

Hero Splendor Tops Sales: জিএসটি ২.০-র প্রভাবে বাইক বিক্রিতে রেকর্ড বৃদ্ধি। ২০২৫ সালের সেপ্টেম্বরে ভারতীয় টু-হুইলার বিক্রিতে হিরো স্প্লেন্ডার এক নম্বরে।

author-image
IE Bangla Tech Desk
New Update
176 km mileage on 1 litre petrol, world’s first 6-stroke engine bike! Surpasses even Tesla

দেশের নম্বর ওয়ান বাইক কোনটি?

Hero Splendor: ২০২৫ সালের সেপ্টেম্বর মাস ভারতের টু-হুইলার শিল্পের জন্য ছিল একেবারে সোনালি সময়। উৎসবের মরসুম, কর হ্রাস এবং নতুন মডেলের আগমনে বাজারে বিক্রির গতি বেড়েছে দ্বিগুণ। সরকারি জিএসটি ২.০ স্কিমের ফলে ছোট ও মাঝারি বাইকগুলির (bike) দাম কমেছে, ফলে সাধারণ গ্রাহক থেকে গ্রামীণ বাজার—সব জায়গায় চাহিদা বেড়েছে টু-হুইলারের।

Advertisment

জিএসটি ২.০: বাইক বাজারের টার্নিং পয়েন্ট

সরকারের নতুন জিএসটি ২.০ নীতিতে ৩৫০ সিসির নীচের মোটরবাইকে কর ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে। এতে হিরো, টিভিএস, বাজাজ, হোন্ডা-সহ একাধিক জনপ্রিয় ব্র্যান্ডের বিক্রি বেড়েছে।

আরও পড়ুন- লঞ্চেই বড় ধামাকা, অক্টোবরেই স্মার্টফোনের বাজারে তোলপাড় ফেলতে বাজারে আসছে OnePlus 15

Advertisment

এক নম্বরে Hero Splendor

হিরো স্প্লেন্ডার আবারও দেশের সবচেয়ে বেশি বিক্রিত বাইক হিসেবে শীর্ষে। ২০২৫ সালের সেপ্টেম্বরে মোট ৩,৮২,৩৮৩ ইউনিট বিক্রি হয়েছে, যা আগের বছরের তুলনায় ১.৭৩% বেশি। দুর্দান্ত মাইলেজ, সহজ মেইনটেন্যান্স এবং কম দামে নির্ভরযোগ্য পারফরম্যান্স—এই তিন কারণেই গ্রাহকদের পছন্দের তালিকায় এক নম্বরে স্প্লেন্ডার।

আরও পড়ুন- পৃথিবীর প্রাচীনতম রেলস্টেশন কোথায় আছে জানেন?

অ্যাক্টিভা ও পালসার

অ্যাক্টিভার বিক্রি কিছুটা কমেছে—মোট ২,৩৭,৭১৬ ইউনিট বিক্রি হয়েছে। যা গত বছরের তুলনায় প্রায় ৯.৩৮% কম। অন্যদিকে, বাজাজ পালসার করেছে দারুণ কামব্যাক! ১,৫৫,৭৯৮ ইউনিট বিক্রি হয়েছে। সব মিলিয়ে গতবছরের তুলনায় বিক্রি ১১.৯৮% বেড়েছে।

আরও পড়ুন- ১১ হাজারে কিনুন OnePlus-এর প্রিমিয়াম স্মার্টফোন, অবিশ্বাস্য অফারে তোলপাড় বাজার

অন্য ব্র্যান্ডগুলির পারফরম্যান্স

হিরো শাইনের বিক্রি সামান্য বেড়েছে। ১,৮৫,০৫৯ ইউনিট বিক্রি হয়েছে। টিভিএস জুপিটারের বিক্রি বেড়েছে ৩৮.০৭%। মোট ১,৪২,১১৬ ইউনিট বিক্রি হয়েছে। হিরো এইচএফ ডিলাক্সের বিক্রি বেড়েছে ৩.৭০%। মোট ১,১৮,০৪৩ ইউনিট বিক্রি হয়েছে। সুজুকি অ্যাক্সেস স্কুটার সেগমেন্টে ৩৪.৪৮% বিক্রি বেড়েছে। বাজাজ প্ল্যাটিনার বিক্রি বেড়েছে (Bajaj Platina) ২৫.০৯%। বিক্রি হয়েছে ৬২,২৬০ ইউনিট। টিভিএস এক্সএলের (TVS XL) বিক্রি সামান্য হলেও কমেছে। বিক্রি হয়েছে ৫৩,৭৪৮ ইউনিট। টিভিএস অ্যাপাচে (TVS Apache)-এর বিক্রি বেড়েছে ২৮.০৬%। এর বিক্রি হয়েছে ৫৩,৩২৬ ইউনিট। 

আরও পড়ুন- আত্মনির্ভর ভারতের প্রথম ৫জি পরিষেবা, ইতিহাস গড়ার দোড়গোড়ায় BSNL

ভবিষ্যৎ সম্ভাবনা

বিশেষজ্ঞদের মতে, দীপাবলি ও শীতকালীন মরশুমে বিক্রি আরও বাড়বে। গ্রামীণ চাহিদা ও জিএসটি রিলিফ বাজারকে আরও স্থিতিশীল করবে। বর্তমানে Hero Splendor এক নম্বরে, Pulsar ও Jupiter-এর বিক্রিতে দ্রুত উত্থান ঘটেছে। Activa-র বিক্রি কমেছে। GST 2.0 নীতির বড় প্রভাব দেখা গেছে এই বিক্রিতে। Bottom Line বলতে, ২০২৫ সালের সেপ্টেম্বরে সবচেয়ে জনপ্রিয় ও বেশি বিক্রিত বাইক হল হিরো স্প্লেনডার (Hero Splendor)!

Hero Splendor bike