টুইটারে ফেসবুক ইঙ্কের কর্পোরেট অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। শুক্রবার টুইট করে ফেসবুক জানায়, ফেসবুকের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট @Facebook হ্যাক হয়েছে। টুইটে লেখা, ''হাই, ইউ আর আওয়ার মাইন। ফেসবুকও হ্যাক করা যায় তবে তাদের সিকিউরিটি টুইটারের থেকে ভাল।''
যদিও সঙ্গে সঙ্গে কমেন্ট থ্রেডে প্রতিক্রিয়া দেয়নি, এবং দ্রুত সেই টুইটটি সরিয়ে দেওয়া হয়। আরওমাইন গ্রুপ টুইটারের অ্যাকাউন্ট প্রায়শই হ্যাক করে থাকে। সম্প্রতি জাতীয় ফুটবল লিগ টিমের বেশ কয়েকটি অফিসিয়াল অ্যাকাউন্ট হ্যাক করেছিলেন তারা। এমনকী গত বছর টুইটারের চিফ একজিকিউটিভ অফিসার জ্যাক ডরসি-র অ্যাকাউন্ট হ্যাক করার কৃতিত্বও তাদেরই। যখনই অ্যাকাউন্ট হ্যাক করে, তখনই নিজেদের সিকিউরিটি পরিষেবার প্রচার করে থাকে।
আরও পড়ুন, বড়সড় ধাক্কা খেতে চলেছে জিও? এয়ারটেলের সঙ্গে জোট বাঁধল টাটা
পোস্টটি সরিয়ে দেওয়ার পর টুইটারের ইঙ্ক একটি বিবৃতিতে জানায়, @Facebook হ্যাক হয়েছিল এবং এই কাজটি একটি তৃতীয় প্ল্যাটফর্মের দ্বারাই হয়। তাদের প্রতিনিধি বলেন, "বিষয়টি সম্পর্কে অবগত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেই অ্যাকাউন্টটি লক করেছি এবং সেটা পুনরুদ্ধার করতে ফেসবুকে আমাদের সঙ্গ দিয়েছে।"
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন