এখন থেকে টুইটারে স্টোরি দিতে পারবেন আপনি। ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপের পর টুইটার নিয়ে এসেছে এই নতুন ফিচার। যার নাম ফ্লিটস। আপাতত তিনটি দেশে কার্যকর হবে। তার মধ্যে অন্যতম ভারত। তবে সোশ্যাল মিডিয়ায় এই স্টোরির ভাবনা-চিন্তা প্রথম নিয়ে এসেছিল স্ন্যাপ চ্যাট। টুইট ফিডে টুইটারের উপরে থাকবে আপনার দেওয়া স্টোরি। যার মেয়াদকাল ২৪ ঘন্টা।
আরও পড়ুন-পর পর গ্রহণ, জুনেই দেখা বলয়গ্রাস, জেনে নিন তারিখ ও সময়
জনপ্রিয় দুই অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ও আইওএস দুটি ক্ষেত্রেই ভারতে উপলব্ধ টুইটার এর নতুন ফিচার ফিলিপস। প্রসঙ্গত, এই ফিচার কে আরও উন্নত ও পাকাপোক্ত করতে এখনও পরীক্ষামূলক কাজকর্ম চলছে। ব্রাজিল ও ইতালি পাশাপাশি ভারতীয়রা প্রথম ব্যবহার করতে পারবেন টুইটারের এই নতুন ফিচার। ফ্লিটস রিটুইট বা লাইক করতে পারবেন না। তবে অবশ্যই মন্তব্য করতে পারবেন।
পাবলিক টুইচ ছাড়াও হালকা মেজাজের কিছু পোস্ট করতে চাইলে এই ফিচার একেবারে যথাযথ। মন্ত্রী জানিয়েছেন টুইটার ইন্ডিয়ার মনিশ মাহেশ্বরী। আপনার ফ্লিটস কারা কারা দেখেছেন তা ক্লিনের একপাশে উল্লেখ থাকবে। ফ্লিটস দেখে ইউজারের মন্তব্য সরাসরি পৌঁছে যাবে টুইটার মেসেজিংয়ে।
আরও পড়ুন- আগামী দিনে কী কী ফিচার আসছে হোয়াটসঅ্যাপে? জেনে নিন
ফ্লিটসের পরীক্ষামূলক কাজ শুরু হয়েছে মার্চ মাস থেকেই। এই নতুন ফিচারে প্রথমে ব্রাজিলের ব্যবহারকারীরা স্বাচ্ছন্দ্যবোধ করলে, টুইটার সিদ্ধান্ত নেয় আগামী দিনে গোটা বিশ্বের কাছে এই নতুন ফিচার উপলব্ধ থাকবে।
Read the full story in English