তুলে নেওয়া হবে ‘Like' অপশন। সম্প্রতি টুইটার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে টেলিগ্রাফে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে। টুইটারের সিইও জ্যাক ডরসে বলেন যে তাঁর সংস্থা ভাবনাচিন্তা করে সিদ্ধান্তে এসেছে যে ‘Like' অপশন তুলে দিয়ে ইনস্টাগ্রামের মত নিয়ে আসা হবে 'Love' চিহ্ন। পছন্দ হলেই লাভ সাইন দিতে পারবেন ওই তথ্যের ওপর।
লাইক যদি তুলেই দেওয়া, তাহলে মান বাড়াতে হবে তথ্যের। কারণ খুব ভালো না লাগলে সহজে ইউজারদের হাত থেকে বেরোবে না লাভ সাইন। টুইটারের ভাষায় অধিকতর উন্নত হওয়া উচিত ‘quality of debate'। তবে এক মন্তব্যের মাধ্যমে সংস্থা জানিয়েছে যে খুব শীঘ্রই বদলের কোনো ভাবনাচিন্তা নেই টুইটারের। প্রাথমিক ভাবনাচিন্তা করা হয়েছে। তবে প্রয়োজনে সেই ভাবনারও বদল ঘটতে পারে বলে দাবি করেছেন এই সোশাল সাইটের কর্তারা।
আরও পড়ুন: সরকার মেসেজ পড়তে চায় না, উৎস জানতে চায়; হোয়াটসঅ্যাপ সিইও-কে বার্তা রবিশঙ্কর প্রসাদের
"আমরা নিশ্চিত করছি, আমরা পরিষেবার উন্নতি করব, যার জন্য পুনর্বিবেচনা চলছে। যেখানে এই অপশনের কথা আলোচিত হয়। তবে এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছি আমরা," বলে পোস্ট করেছেন টুইটার কর্তৃপক্ষ। উপরন্তু, টুইটার কমসের ভাইস প্রসিডেন্ট ব্র্যান্ডন বোরম্যান এই থ্রেডে মন্তব্য করেছেন যে পরিবর্তনগুলির মধ্যে কোনো 'টাইমলাইন' এর বদল নেই এবং যদিও বা ঘটে তা খুব শীঘ্রই নয়।
প্ল্যাটফর্মের কথোপকথনের মান উন্নত করার ক্ষেত্রে, লাইক অপসারণে অনেকই সম্মতি জানিয়েছে। ভুল তথ্যের জন্য বিভিন্ন সমস্যার সূত্রপাত ঘটে থাকে। সে সব থামাতেই টুইটারের এই পদক্ষেপ কিনা তা এখনও অস্পষ্ট।
টুইটার ২০১৫ সালে লাইক অপশনটি চালু করেছে। পছন্দসই কনো তথ্য হলেই, তা জানাতেই এই ফিচার। পরবর্তীকালে সেই সংস্থার বা ব্যক্তির খবর টুইটার নিজে নিজেই আপনাকে জানিয়ে দেবে।
Read the full story in English