Ultraviolette Tesseract Price And Feature: ফ্রন্ট, ব্যাক ক্যামেরা, লেটেস্ট সিকিউরিটি ফিচার, তাক লাগানো ডিজাইন, ইলেকট্রিক স্কুটারের রেঞ্জ কত জানেন?

Ultraviolette Tesseract Price And Feature: পেট্রোলের আকাশ ছোঁয়া দামের কারণে অনেকেই এখন ইলেকট্রিক স্কুটারের দিকে বেশি ঝুঁকছেন। গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে একাধিক কোম্পানি এখন বাজারে নিয়ে আসছে ব্র্যান্ডের লেটেস্ট ফিচারের ইলেকট্রিক স্কুটার।

author-image
IE Bangla Tech Desk
New Update
Ultraviolette Automotive

ফ্রন্ট, ব্যাক ক্যামেরা, একাধিক সিকিউরিটি ফিচার, ডিজাইনে তাক লাগালো এই ইলেকট্রিক স্কুটার

Ultraviolette Tesseract Price And Feature:  স্মার্ট ফোনের মত, স্কুটিতেও এবার ফ্রন্ট-ব্যাক ক্যামেরা! বাজারে রীতিমত আলোড়ণ পড়ে গিয়েছে। 

Advertisment

Ultraviolette Tesseract: পেট্রোলের আকাশ ছোঁয়া দামের কারণে অনেকেই এখন ইলেকট্রিক স্কুটারের দিকে বেশি ঝুঁকছেন। গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে একাধিক কোম্পানি এখন বাজারে নিয়ে আসছে ব্র্যান্ডের লেটেস্ট ফিচারের ইলেকট্রিক স্কুটার। এখন বাজারে এমন একটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ হয়েছে  যার সামনে এবং পিছনে ক্যামেরা রয়েছে অবিকল আপনার ফোনের মতো। 

দুর্দান্ত অফারে চমকে যাবেন, ১২ হাজারে ল্যাপটপ কেনার বিরাট সুযোগ, আর মাত্র ২ দিন

বৈদ্যুতিক যানবাহন নির্মাতা সংস্থা আল্ট্রাভায়োলেট অটোমোটিভ ব্র্যান্ডের নতুন বৈদ্যুতিক স্কুটার Ultraviolette Tesseract লঞ্চ করেছে। কোম্পানি এই স্কুটারে এমন দুর্দান্ত ফিচার দিয়েছে। যেগুলি আপনি সাধারণভাবে অন্য কোন কোম্পানির স্কুটারে পাবেন না। এই স্কুটারটিতে মোবাইল ফোনের মতোই সামনে এবং পিছনে ক্যামেরা রয়েছে। 

Advertisment

ডুয়াল রাডার ছাড়াও, আপনি সামনে এবং পিছনে একটি ড্যাশ ক্যামেরাও পাবেন। রাডার সিস্টেম আপনাকে ব্লাইন্ড স্পট ইন্ডিকেশন, ওভারটেক ইন্ডিকেশন এবং সংঘর্ষের সতর্কবার্তা প্রদান দেবে। হিল হোল্ড এবং ক্রুজ কন্ট্রোল ফিচার সহ এই স্কুটারটিতে সিকিউরিটির জন্য ডুয়াল চ্যানেল ABS, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম এবং ডায়নামিক স্ট্যাবিলিটি কন্ট্রোলের মতো ফিচার রয়েছে। কোম্পানি এই স্কুটারের সামনে এবং পিছনে ডিস্ক ব্রেক দিয়েছে।

কোম্পানি আর বোকা বানাতে পারবে না, জানুন AC ইন্সটলেশনের সঠিক খরচ

এই ইলেকট্রিক স্কুটারের ড্রাইভিং রেঞ্জ সম্পর্কে বলতে গেলে, এই স্কুটারটি সম্পূর্ণ চার্জে ২৬১ কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে। ২.৯ সেকেন্ডে ০ থেকে ৬০ কিমি গতিতে এই স্কুটারটি অনায়াসেই ছুটে চলতে পারে। স্কুটারটি ৩.৫kWh, ৫kWh এবং ৬kWh এই তিনটি ব্যাটারি ভেরিয়েন্টে উপলব্ধ।

আপনি যদি এই ইলেকট্রিক স্কুটারটি কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে আপনাকে জানিয়ে রাখি যে কোম্পানি এই স্কুটারটির প্রারম্ভিক মূল্য ১ লক্ষ ৪৫ হাজার টাকা (এক্স-শোরুম), তবে প্রথম ১০,০০০ গ্রাহক এই স্কুটারটি ১.২০ লক্ষ টাকায় (এক্স-শোরুম) পাবেন।

১৪ ইঞ্চি চাকা এবং ৩৪ লিটার আন্ডারসিট স্টোরেজ সহ এই স্কুটারটি তিনটি রঙে কেনা যাবে। এই স্কুটারের বুকিং শীঘ্রই শুরু হতে পারে এবং এই স্কুটারের ডেলিভারি ২০২৬ সালের প্রথম দিকে থেকে শুরু হবে বলে আশা করা হচ্ছে।

Electric scooter