Trending News: সাধের পোষ্যের মৃত্যু, শোকে আত্মঘাতী মহিলাও, কাহিনীতে চোখে জল নেটপাড়ার

Trending News: সম্প্রতি পোষ্যে বিড়ালের মৃত্যুশোক সহ্য করতে না পেরে আত্মঘাতী হলেন এক মহিলা। উত্তরপ্রদেশের এই কাহিনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনদের চোখে জল।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
up woman dies by suicide after pet cats death story goes viral

সাধের পোষ্যের মৃত্যু শোকে না ফেরার দেশে মহিলা

Trending News: সাধের পোষ্যের মৃত্যুর জেরে শোকে আত্মঘাতী বছর ৩২-এর মহিলা। সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল হাড়হিম এই ঘটনা। যা চোখে জল এনেছে নেটিজেনদের। 

Advertisment

পশু পাখির প্রতি মানুষের ভালবাসার কথা কমবেশি সকলেরই জানা। সম্প্রতি পোষ্যে বিড়ালের মৃত্যুশোক সহ্য করতে না পেরে আত্মঘাতী হলেন এক মহিলা।  
উত্তরপ্রদেশের এই কাহিনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনদের চোখে জল।  

জানা গিয়েছে, বেশ কিছুদিন অসুস্থ ছিল বিড়ালটি। অনেক চেষ্টার পরও বিড়ালটিকে বাঁচানো সম্ভব হয়নি। মৃত্যু দু'দিন পার হলেও মৃত পোষ্যের দেহ নিজের কাছেই রেখে দেন ওই মহিলা। অবশেষে মৃত্যু শোক সহ্য করতে না পেরে তিনি নিজেও আত্মহত্যা করেন। 

জানা গিয়েছে,  ওই মহিলার নাম পূজা। তার মা মেয়ের মৃতদেহ সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দেখেই ছুটে আসেন। ততক্ষণে সব শেষ। পাশেই পড়ে ছিল মৃত বিড়ালটির দেহ। উত্তর প্রদেশের আমরোহা জেলার এই ঘটনা ভাইরাল হতেই নেট পাড়ার মন ভার। 

Advertisment

বইয়ের পাতায় নথিবদ্ধ সন্টুর স্মৃতি ! 'মা পাখি'-র মৃত্যুতে শোকার্ত তথাগত বললেন 'এভাবেই ওরা থেকে যায়...'

আট বছর আগে বিয়ে হলেও সংসার টেকেনি। তারপর থেকেই বিড়ালটি ছিল পূজার নিত্যদিনের সঙ্গী। একাকীত্ব, সুখ, দুঃখে সবেতেই পুজার সঙ্গী ছিল সাধের পোষ্যটি। বৃহস্পতিবার মৃত্যু হয় বিড়ালটির। মৃত্যুর পর টানা ২দিন বিড়ালটির মৃতদেহ নিজের কাছেই রেখে দেন পুজা। শনিবার বিকেলে বাড়ির তিন তলার ঘরে নিজে আত্মঘাতী হন। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।  

viral