Upcoming Smartphones In October 2025: OnePlus থেকে Vivo! অক্টোবরেই লঞ্চ এই স্টাইলিশ স্মার্টফোনগুলি, দাম ও ফিচার অবাক করার মতই

Upcoming Smartphones In October 2025: অক্টোবর মাস মানেই উৎসবের মাস। এই মাসেই একের পর এক সংস্থা বাজারে আনতে চলেছে চোখ ধাঁধানো স্মার্টফোনের বিরাট সম্ভার।

Upcoming Smartphones In October 2025: অক্টোবর মাস মানেই উৎসবের মাস। এই মাসেই একের পর এক সংস্থা বাজারে আনতে চলেছে চোখ ধাঁধানো স্মার্টফোনের বিরাট সম্ভার।

author-image
IE Bangla Tech Desk
New Update
cats

OnePlus থেকে Vivo! অক্টোবরেই লঞ্চ এই স্টাইলিশ স্মার্টফোনগুলি, দাম ও ফিচার অবাক করার মতই

Upcoming Smartphones In October 2025: অক্টোবর মাস মানেই উৎসবের মাস। এই মাসেই একের পর এক সংস্থা বাজারে আনতে চলেছে চোখ ধাঁধানো স্মার্টফোনের বিরাট সম্ভার। আপনিও যদি উৎসবের মাসে নিজের বা নিজের প্রিয়জনের জন্য একটি দুর্দান্ত স্মার্টফোন কিনতে চান তাহলে OnePlus, Vivo, iQOO এবং Oppo অক্টোবরেই লঞ্চ করতে চলেছে নতুন স্মার্টফোন সিরিজ। যেখান থেকে আপনি নিজের জন্য বেছে নিতেই পারে বেস্ট স্মার্টফোনটি। 

Advertisment

একনজরে দেখে নেওয়া যাক কোন কোন স্মার্টফোন চলতি মাসেই লঞ্চ হতে চলেছে 

OnePlus 15
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, চিনে চলতি মাসেই OnePlus 15 লঞ্চ হতে পারে। এতে রয়েছে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, 12GB র‍্যাম এবং 256GB স্টোরেজ থাকবে বলে আশা করা হচ্ছে। ফোনটিতে তিনটি 50MP সেন্সরসহ ট্রিপল রিয়ার ক্যামেরা থাকতে পারে। ডিসপ্লে হিসেবে 6.78-ইঞ্চি LTPO OLED থাকবে, যার রিফ্রেশ রেট 165Hz। 7000mAh ব্যাটারি এবং 120W দ্রুত চার্জিং সাপোর্ট থাকবে। তবে ভারত সহ বিশ্ব বাজারে কবে এই স্মার্টফোনটি লঞ্চ হবে সে বিষয়ে এখনই কোন আপডেট সামনে আসেনি। 

Vivo X300 Pro
Vivo X300 Pro ভারতে ১৩ অক্টোবর, ২০২৫-এ লঞ্চ হবে। এতে MediaTek Dimensity 9500 প্রসেসর, 12GB র‍্যাম এবং 256GB স্টোরেজ থাকবে। ফোনটির ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে 200MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকতে পারে।

Advertisment

Oppo Find X9 Ultra
Oppo Find X9 Ultra ফোনটি রিপোর্ট অনুযায়ী এটি ১৬ অক্টোবর লঞ্চ হতে পারে। এতে MediaTek Dimensity 9500 চিপসেট, 12GB র‍্যাম এবং 256GB স্টোরেজ থাকবে। ফোনটিতে 200MP টেলিফটো সেন্সরসহ ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে। এটি অ্যান্ড্রয়েড 16 বেসড ColorOS 16-এ চলবে। বিশ্বের বিভিন্ন দেশে এই স্মার্টফোনটি এ বছরের শেষের দিকে লঞ্চের সম্ভাবনা রয়েছে।

iQOO 15
iQOO 15 গেমিং প্রেমীদের জন্য বিশেষভাবে উপযুক্ত হতে পারে। এতে RGB লাইট স্ট্রিপ এবং গেমিং ডিজাইনের উপাদান থাকবে। ফোনটিতে 6.8-ইঞ্চি LTPO 2K AMOLED ডিসপ্লে এবং 144Hz রিফ্রেশ রেট থাকবে। Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দ্বারা চালিত এই ফোনে 7000mAh ব্যাটারি এবং ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে।

আরও পড়ুন-ছাপিয়ে গেলেন আদানি-আম্বানিকেও! ইলন মাস্কের মোট সম্পত্তির পরিমাণ অবাক করতে বাধ্য

Diwali smartphone launch smartphone 5G smartPhone