Elon Musk: ছাপিয়ে গেলেন আদানি-আম্বানিকেও! ইলন মাস্কের মোট সম্পত্তির পরিমাণ অবাক করতে বাধ্য

Elon Musk: টেসলা, স্পেসএক্স ও xAI থেকে অর্জিত সাফল্যে এলন মাস্ক 500 বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়ে ইতিহাস গড়লেন। কীভাবে শুরু হয়েছিল তাঁর ধনী হওয়ার যাত্রা?

Elon Musk: টেসলা, স্পেসএক্স ও xAI থেকে অর্জিত সাফল্যে এলন মাস্ক 500 বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়ে ইতিহাস গড়লেন। কীভাবে শুরু হয়েছিল তাঁর ধনী হওয়ার যাত্রা?

author-image
IE Bangla Tech Desk
আপডেট করা হয়েছে
New Update
elon musk starlink

নজিরবিহীন সাফল্য, রেকর্ড গড়লেন ইলন মাস্ক

Richest Person Elon Musk: বিশ্বের অন্যতম প্রভাবশালী টেক উদ্যোক্তা এলন মাস্ক আবারও ইতিহাস গড়লেন। 500 Billion Dollar Net Worth ছুঁয়ে তিনি হলেন বিশ্বের প্রথম ব্যক্তি যিনি এই স্তরে পৌঁছালেন। ফোর্বসের রিপোর্ট অনুযায়ী, অক্টোবর ২০২৫-এ তাঁর সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪১.৭ লক্ষ কোটি টাকা।

Advertisment

মাস্কের এই অবিশ্বাস্য সম্পদ কেবল টেসলা থেকেই আসেনি। তাঁর তৈরি করা মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স (SpaceX) বর্তমানে ৪০০ বিলিয়ন ডলার মূল্যের প্রতিষ্ঠান। যেখানে তাঁর শেয়ার প্রায় ১৬৮ বিলিয়ন ডলার। 

আরও পড়ুন- বর্তমান ডিজিটাল যুগে গান্ধীজির মত জীবনযাপন সম্ভব?

এছাড়া, ২০২৩ সালে প্রতিষ্ঠিত এক্সএআই (xAI) কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি বর্তমানে প্রায় ১১৩ বিলিয়ন ডলার মূল্যের সম্পত্তি বানিয়েছে। X (সাবেক টুইটার)-এর সঙ্গে মর্জারের পর এখান থেকেও বিশাল সম্পদ অর্জন করেছেন মাস্ক। 

Advertisment

আরো পড়ুন- গান্ধীর পোশাক, অনন্য জীবনধারার প্রতিফলন

ধনকুবের হওয়ার যাত্রা
২০২০ সালে এলন মাস্কের নেটওয়ার্থ ছিল মাত্র ২৪.৬ বিলিয়ন ডলার। কিন্তু, খুব অল্প সময়ে টেসলার শেয়ারের দামে বিপুল উত্থান তাঁকে একের পর এক নতুন মাইলফলক ছুঁতে সাহায্য করেছে। আগস্ট ২০২০ তাঁর সম্পদের পরিমাণ ছিল ১০০ বিলিয়ন মার্কিন ডলার। জানুয়ারি ২০২১-এ তিনি হয়েছিলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। সেপ্টেম্বর ২০২১-এ তাঁর সম্পদের পরিমাণ দাঁড়ায় ২০০ বিলিয়ন মার্কিন ডলার। নভেম্বর ২০২১-এ সেটাই বেড়ে হয় ৩০০ বিলিয়ন মার্কিন ডলার। ডিসেম্বর ২০২৪-এ হয় ৪০০ বিলিয়ন মার্কিন ডলার। অক্টোবর ২০২৫-এ হয় ৫০০ বিলিয়ন মার্কিন ডলার। যা ঐতিহাসিক রেকর্ড। 

আরও পড়ুন- জাতির জনক! মহাত্মা গান্ধীর জীবনের এই ইতিহাসটাগুলো জানতেন?

ভবিষ্যতে ট্রিলিয়নিয়ার?

বহু অর্থনীতিবিদেরই ধারণা, মাস্কের সম্পদের এই উত্থান যদি অব্যাহত থাকে, তবে তিনি ২০৩৩ সালের মধ্যে প্রথম ট্রিলিয়নিয়ার হবেন। মাস্ক অবশ্য নিজে জানিয়েছেন যে, তাঁর কাছে অর্থ মূল লক্ষ্য নয়। বরং এটি তাঁকে ভবিষ্যতের টেকনোলজি, মহাকাশ গবেষণা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মত ক্ষেত্রকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। 

আরও পড়ুন- কাজে লাগান এই দরকারি টিপস, দূর করুন আজকের দুর্ভাগ্য

এলন মাস্ক কেবল একজন ব্যবসায়ীই নন, বরং এক ভবিষ্যত-চিন্তকও। বৈদ্যুতিক গাড়ি থেকে শুরু করে মহাকাশ যাত্রা, কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শক্তি—সবক্ষেত্রেই তাঁর বিনিয়োগ মানব সভ্যতার পরবর্তী অধ্যায় রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এলন মাস্কের সাফল্য প্রমাণ করে যে নতুন চিন্তাভাবনা, প্রযুক্তির সঠিক ব্যবহার এবং সাহসী ঝুঁকি নেওয়াই মানুষের ভাগ্য বদলে দিতে পারে। আজ তিনি শুধু বিশ্বের সবচেয়ে ধনী মানুষ নন, বরং এমন এক উদ্যোক্তা যিনি মানবজাতিকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

Richest person Elon Musk