Simple One electric scooter launched: বাজারে লঞ্চ হল সেরা প্রিমিয়াম ইলেকট্রিক স্কুটার। যা একবার চার্জে যাবে ২৫০ কিলোমিটার পথ। ভারতের বাজারে দিনে দিনে বাড়ছে ইলেকট্রিক স্কুটারের চাহিদা। একাধিক কোম্পানি দেশে নিত্য নতুন মডেলের ইলেকট্রিক স্কুটার বাজারে লঞ্চ করছে। এবার ভারতের বাজারে লঞ্চ হল পাওয়ারফুল প্রিমিয়াম ইলেকট্রিক স্কুটার সিম্পল ওয়ান। ওলা, অ্যাথার, টিভিএসের সাথে এবার হবে সরাসরি প্রতিযোগিতা।
ভারতীয় স্টার্টআপ সিম্পল এনার্জি ভারতীয় বাজারে তাদের 1.5 Gen ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে। শক্তিশালী মোটর থেকে সেরা ব্যাটারি। নজরকাড়া ফিচার্সে তাক লাগাচ্ছে এই ইলেকট্রিক স্কুটার। কোম্পানি অত্যাধুনিক এই ইলেকট্রিক স্কুটারটিতে ৫ কিলোওয়াটের দুটি ব্যাটারি দিয়েছে। এর মধ্যে একটি রিমুভেবেল। দুটি ব্যাটারির সাহায্যে, স্কুটারটি একবার চার্জে ২৪৮ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম।
কোম্পানির দাবি ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে সময় লাগবে ৬ ঘন্টা। স্কুটারটি ২.৭৭ সেকেন্ডে ০-৪০ কিলোমিটার গতি অর্জন করতে পারে। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ১০৫ কিলোমিটার পর্যন্ত। যার সাথে রয়েছে একাধিক রাইডিং মোড। এই ইলেকট্রিক স্কুটারটিতে অনেক দুর্দান্ত বৈশিষ্ট্য দিয়েছে সংস্থা। এতে অ্যাপ ইন্টিগ্রেশন উন্নত করা হয়েছে। এর সাথে, নেভিগেশন, আপডেটেড রাইড মোড, পার্ক অ্যাসিস্ট, ওটিএ আপডেট, রিজেনারেটিভ ব্রেকিং, ট্রিপ হিস্ট্রি, কাস্টমাইজড ড্যাশ থিম, ফাইন্ড মাই ফিচার, টিপিএমএস, ইউএসবি চার্জিং পোর্ট, অটো ব্রাইটনেস, এলইডি ডিআরএল, এলইডি লাইটের মতো লেটেস্ট ফিচার্স দেওয়া হয়েছে।
দাম কত?
এই স্কুটারটি কোম্পানি ১.৬৬ লক্ষ টাকা এক্স-শোরুম মূল্যে লঞ্চ করেছে । অদূর ভবিষ্যতে ২৩টি রাজ্যে ১৫০টি নতুন স্টোর এবং প্রায় ২০০টি সার্ভিস সেন্টার খোলার পরিকল্পনা করেছে। সিম্পল ওয়ান ১.৫ জেনারেশন স্কুটারটি প্রিমিয়াম ইলেকট্রিক স্কুটার হিসেবে লঞ্চ করা হয়েছে। এই স্কুটারটি বাজারে সরাসরি প্রতিযোগিতা করবে Ola, Ather, Bajaj, TVS এর মতো কোম্পানির ইলেকট্রিক স্কুটারগুলির সাথে।