/indian-express-bangla/media/media_files/HlBIw7Cz1rcj4jkWepFk.jpg)
UPI ব্যাবহার করছেন? বিরাট সতর্কবার্তা
Online Fraud Protection: UPI ব্যাবহার করছেন? বিরাট সতর্কবার্তায় বুক কেঁপে উঠবে....! দেশজুড়ে যেভাবে বাড়ছে অনলাইন প্রতারণা, তাতে UPI ব্যাবহারের সময় বেশ কিছু সতর্কতা মেনে না চললেই মহা বিপদ। ভয়ঙ্কর স্ক্যাম থেকে বাঁচতে মেনে চলুন এই ৫টি UPI সিকিউরিটি টিপস!
হাজার হাজার ছাড়ে সেরা ৫ ওয়াশিং মেশিন, এমন সুযোগ মিস করলে অফসোস হবে
গত কয়েক বছরে ভারতে UPI (Unified Payments Interface) লেনদেন জনপ্রিয়তা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে UPI জালিয়াতির ঘটনা। স্মার্টফোন ও ডিজিটাল পেমেন্ট অ্যাপ যেমন Google Pay, PhonePe, Paytm-এর মাধ্যমে সহজেই ব্যাংক লেনদেন করা গেলেও, সাইবার অপরাধীরা বিভিন্ন কৌশলে ব্যবহারকারীদের অ্যাকাউন্ট থেকে টাকা আত্মসাৎ করেই চলেছে। এমন পরিস্থিতিতে, ভারতীয় ন্যাশান্যাল পেমেন্ট কর্পোরেশন (NPCI) এবং UPI কর্তৃপক্ষ নিয়মিতভাবে ইউজারদের জন্য সতর্কতা জারি করেছে। আজকের এই প্রতিবেদনে আমরা আপনাকে জানাতে চলেছি এমন ৫টি গুরুত্বপূর্ণ UPI সিকিউরিটি টিপস, যেগুলি ফলো করলে আপনি অনেকটাই নিরাপদ থাকবেন অনলাইন প্রতারণা থেকে।
জামাইষষ্ঠী উপলক্ষ্যে অফারের বন্যা! সবচেয়ে বড় ছাড়ে কিনুন নামি ব্র্যান্ডেড এসি
দেখে নিন ৫টি ইমারজেন্সি UPI টিপস যেগুলি মেনে চলা বাধ্যতামূলক
QR কোড স্ক্যান করার আগে যাচাই করুন
কোনো লেনদেনের আগে ভালোভাবে দেখে নিন QR কোডটি সত্যিকারের ও নিরাপদ কিনা। ভুল বা ভুয়ো কোড স্ক্যান করলে আপনি প্রতারণার শিকার হতে পারেন।
রিসিভারের UPI ID ও নাম যাচাই করুন
যখনই আপনি কাউকে টাকা পাঠাবেন, অবশ্যই তার UPI আইডি ও নাম সঠিক আছে কিনা তা চেক করুন। ভুল আইডিতে টাকা পাঠালে তা ফেরত পাওয়া কঠিন। প্রতারণার সম্ভাবনাও অনেকটা বেড়ে যায়।
অপরিচিত নম্বর থেকে আসা মেসেজ এড়িয়ে চলুন
যেকোনো অজানা নম্বর থেকে আসা লিঙ্ক বা অ্যাপ ডাউনলোড করা থেকে বিরত থাকুন। কোন অজানা লিঙ্ক ক্লিক করবেন না। এছাড়াও স্ক্রিন শেয়ার করার অনুরোধ কখনও গ্রহণ করবেন না।
UPI PIN কখনোই অন্যের সাথে শেয়ার করবেন না
আপনার UPI PIN একান্তই ব্যক্তিগত। এই পিন শুধুমাত্র UPI অ্যাপেই ব্যবহার করুন, WhatsApp বা ফোনে লিখে রাখা থেকে বিরত থাকুন।
শুধু টাকা পাঠানোর সময়ই PIN এন্ট্রি করুন
UPI PIN শুধুমাত্র টাকা পাঠানোর সময় ব্যবহারযোগ্য। কেউ টাকা পাঠাতে বললে এবং PIN চাইলে তা প্রতারণা হতে পারে—সতর্ক থাকুন।