Advertisment

পৃথিবীর খুব কাছেই জেগে উঠেছে ৩৭টি আগ্নেয়গিরি, ঘটছে অগ্নুৎপাত

১৯৯০ সালের পর থেকে মোট ১৩৩ টি আগ্নেয়গিরির সন্ধান পাওয়া গিয়েছিল শুক্রে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বুধের পর সৌরজগতে উষ্ণতম গ্রহ শুক্র। তার চরিত্রে ৩৬ টি বৈশিষ্ট হাতে পেয়েছে বিজ্ঞানীরা। যা আগ্নেয়গিরি থেকে তৈরি। যদি এই তথ্য পরীক্ষআমূলকভাবে সত্যি প্রমাণিত হয়, তাহলে গ্রহের আমূল পরিবর্তন ভাবাতে শুরু করবে বিজ্ঞানকূলকে। বিবর্তন সম্পর্কে নতুন ধারণার উদঘাটন হতে চলেছে।

Advertisment

জানা গিয়েছে এখনও সক্রিয় রয়েছে একাধিক আগ্নেয়গিরি। সেখান থেকে শুরু হয়েছে অগ্নুৎপাত। প্রায়শই শুক্রগ্রহ তার কার্যকলাপে বদল ঘটাছে।

publive-image

সম্প্রতি মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই আগ্নেয়গিরিগুলির সন্ধান দিয়েছে। একাধিক বিরাটাকার গর্তের সৃষ্টি হয়েছে শুক্র। মনে করা হচ্ছে মাঝে মাঝেই ভূমিকম্প হচ্ছে সেখানে।

মূলত শুক্র কোনওদিনই ভৌগলিক ভাবে শান্ত ছিল না। জানা যাচ্ছে, ১৯৯০ সালের পর থেকে মোট ১৩৩ টি আগ্নেয়গিরির সন্ধান পাওয়া গিয়েছিল শুক্রে। এরমধ্যে এখন ৩৭ টি সক্রিয় রয়েছে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

venus
Advertisment