Vi Recharge Offer: এমন অফার মাথা ঘুরিয়ে দেবে! ব্যাক টু ব্যাক অফারে পান ৫০ জিবি ফ্রি ডেটা, উত্তেজনা বাড়াল Vi

Vi Recharge Offer: ভারতের তৃতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি ভোডাফোন আইডিয়া (Vi) গ্রাহকদের জন্য নিয়ে এল বিশেষ অফার। কোম্পানির চারটি দীর্ঘমেয়াদী প্রিপেইড রিচার্জ প্ল্যানে এবার পাওয়া যাবে অতিরিক্ত ৫০ জিবি ডেটা একেবারে বিনামূল্যে।

Vi Recharge Offer: ভারতের তৃতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি ভোডাফোন আইডিয়া (Vi) গ্রাহকদের জন্য নিয়ে এল বিশেষ অফার। কোম্পানির চারটি দীর্ঘমেয়াদী প্রিপেইড রিচার্জ প্ল্যানে এবার পাওয়া যাবে অতিরিক্ত ৫০ জিবি ডেটা একেবারে বিনামূল্যে।

author-image
IE Bangla Tech Desk
New Update
Vodafone Idea Network Update

অতিরিক্ত ৫০ জিবি ডেটা একেবারে বিনামূল্যে।

Vi Recharge Offer: ভারতের তৃতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি ভোডাফোন আইডিয়া (Vi) গ্রাহকদের জন্য নিয়ে এল বিশেষ অফার। কোম্পানির চারটি দীর্ঘমেয়াদী প্রিপেইড রিচার্জ প্ল্যানে এবার পাওয়া যাবে অতিরিক্ত ৫০ জিবি ডেটা একেবারে বিনামূল্যে। টেলিকম টকসের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, এই সীমিত সময়ের অফারটি Vi-এর হিরো আনলিমিটেড প্ল্যান-এর আওতায় দেওয়া হচ্ছে। দেশের বেশিরভাগ সার্কেলে এই সুবিধা কার্যকর হবে। গ্রাহকদের ১ আগস্ট থেকে ৩১ আগস্টের মধ্যে নির্দিষ্ট এই চারটি প্ল্যানের যেকোনো একটি রিচার্জ করলেই অতিরিক্ত ডেটা মেলে যাবে।

বাজেটের মধ্যেই স্বপ্নপূরণ! এবার কলকাতা থেকে বিনা খরচে পৌঁছে যান দিঘা

 ১,৭৪৯ টাকার প্ল্যান

Advertisment

১৮০ দিনের জন্য কার্যকর এই প্ল্যানে আনলিমিটেড কল, প্রতিদিন ১.৫ জিবি ডেটা এবং ১০০টি এসএমএস সুবিধা রয়েছে। অফারের আওতায় ৪৫ দিনের জন্য ৩০ জিবি অতিরিক্ত ডেটা দেওয়া হবে। এছাড়াও হিরো আনলিমিটেড সুবিধার অধীনে রয়েছে সপ্তাহান্তে ডেটা রোলওভার, প্রতি মাসে ২ জিবি ব্যাকআপ ডেটা এবং রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত বিনামূল্যে আনলিমিটেড ডেটা ব্যবহারের সুযোগ।

৩,৪৯৯ টাকার প্ল্যান

৩৬৫ দিনের মেয়াদী এই প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড কল ও ১০০টি এসএমএসের সুবিধা থাকবে। এর সঙ্গে ৯০ দিনের জন্য ৫০ জিবি অতিরিক্ত ডেটা দেওয়া হচ্ছে। গ্রাহকরা পাবেন সপ্তাহান্তে ডেটা রোলওভার, ডেটা ডিলাইটস এবং সারা রাত বিনামূল্যে ডেটা ব্যবহারের সুবিধা।

 ৩,৬৯৯ টাকার প্ল্যান

Advertisment

এক বছরের এই প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড কল ও ১০০টি এসএমএস দেওয়া হবে। এর পাশাপাশি গ্রাহকরা ১ বছরের জন্য বিনামূল্যে জিওহটস্টার মোবাইল সাবস্ক্রিপশন পাবেন। এই প্ল্যানে অফারের অংশ হিসেবে ৯০ দিনের জন্য ৫০ জিবি অতিরিক্ত ডেটা মিলবে। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে ডেটা রোলওভার এবং ডেটা আনন্দ। তবে এখানে ‘বিঞ্জ অল নাইট’-এর বদলে রয়েছে অর্ধ দিনের আনলিমিটেড ডেটা, অর্থাৎ রাত ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

৩,৭৯৯ টাকার প্ল্যান

এই প্ল্যানটিও ৩৬৫ দিনের জন্য কার্যকর। এতে প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড কল এবং ১০০টি এসএমএস সুবিধা রয়েছে। গ্রাহকরা পাবেন ১ বছরের জন্য অ্যামাজন প্রাইম ভিডিও মোবাইল সংস্করণের সাবস্ক্রিপশন। অফারের আওতায় ৯০ দিনের জন্য ৫০ জিবি অতিরিক্ত ডেটা পাওয়া যাবে। এছাড়াও ডেটা রোলওভার ও ডেটা আনন্দের পাশাপাশি অর্ধ দিনের আনলিমিটেড ডেটার সুবিধাও যুক্ত রয়েছে।

এই গ্যাজেট ও লাইফস্টাইল পণ্যে বিশাল ছাড়, অফারের তালিকা দেখলে মাথা ঘুরে যাবে!

vi