Electric Scooter: বাজেটের মধ্যেই স্বপ্নপূরণ! এবার কলকাতা থেকে বিনা খরচে পৌঁছে যান দিঘা

Electric Scooter: ১৩০ কিমি রেঞ্জ, স্পিড ঘণ্টায় ৭০ কিলোমিটার। সাশ্রয়ী দামে লঞ্চ হল Odysse Sun Electric Scooter। জানুন এর দাম, ব্যাটারি অপশন আর বিশেষ বৈশিষ্ট্যগুলো কী কী।

Electric Scooter: ১৩০ কিমি রেঞ্জ, স্পিড ঘণ্টায় ৭০ কিলোমিটার। সাশ্রয়ী দামে লঞ্চ হল Odysse Sun Electric Scooter। জানুন এর দাম, ব্যাটারি অপশন আর বিশেষ বৈশিষ্ট্যগুলো কী কী।

author-image
IE Bangla Tech Desk
New Update
Electric Scooter

Electric Scooter: ওডিসি সান ইলেকট্রিক স্কুটার।

Electric Scooter: ভারতের ইলেকট্রিক স্কুটার বাজারে নতুন সংযোজন হিসেবে লঞ্চ হয়েছে Odysse Sun Electric Scooter। শহরের রাইডারদের কথা মাথায় রেখে তৈরি এই হাই-স্পিড ই-স্কুটারটি একবার চার্জে সর্বোচ্চ ১৩০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। দাম শুরু হয়েছে ৮১,০০০ টাকা (এক্স-শোরুম) থেকে। 

দুটি ব্যাটারি প্যাকে

Advertisment

Odysse Sun দুটি ব্যাটারি প্যাকে পাওয়া যাচ্ছে। একটি 1.95 kWh ব্যাটারি প্যাক, দাম ৮১,০০০ টাকা (এক্স-শোরুম)। অপরটি 2.9 kWh ব্যাটারি প্যাক। দাম ৯১,০০০ টাকা (এক্স-শোরুম)। বৃহত্তর এই ব্যাটারি ভ্যারিয়েন্ট একবার চার্জে ১৩০ কিমি যাওয়া যায়। স্কুটারের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৭০ কিলোমিটার। 

আরও পড়ুন- লজেন্সের থেকেও কমে সীমাহীন কল-ডেটা, অসাধ্য সাধন BSNL, ঘাম ঝরল jio-Airtel-এর

Advertisment

Odysse Electric Vehicles এই মডেলটিকে শহরের রাইডারদের জন্য উপযোগী করে তৈরি করেছে। আরাম, কর্মক্ষমতা এবং ব্যবহারিকতার মধ্যে ব্যালেন্স বজায় রাখার জন্য এর প্লাস-সাইজ এরগনোমিক ডিজাইন করা হয়েছে। এতে বসার জায়গা চওড়া, লুকেও আছে স্পোর্টি আবেদন।

আরও পড়ুন- গাধার মাংসের পর, কেন বাঘের প্রস্রাব বিক্রি করছে চিন? কোন কোন রোগের চিকিৎসায় কাজে লাগে?

এই স্কুটারটি চারটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে— প্যাটিনা গ্রিন, গানমেন্টাল গ্রে, ফ্যান্টম ব্ল্যাক, আইস ব্লু। Odysse Sun-এ রয়েছে বেশ কিছু প্রিমিয়াম ফিচার— এলইডি লাইটিং, এভিয়েশন-গ্রেড সিট (দীর্ঘ যাত্রায় আরামদায়ক), ৩২ লিটার আন্ডার-সিট স্টোরেজ (ওলা এস১ এয়ারের ৩৪ লিটার থেকে সামান্য কম, কিন্তু অ্যাথার রিজটার ২২ লিটারের চেয়ে বেশি), টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন, হাইড্রোলিক মাল্টি-লেভেল অ্যাডজাস্টেবল রিয়ার শক অ্যাবজর্বার, সামনে ও পেছনে ডিস্ক ব্রেক, চাবিহীন স্টার্ট-স্টপ সিস্টেম, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ডাবল ফ্ল্যাশ রিভার্স লাইট, তিনটি রাইডিং মোড আছে- ড্রাইভ, পার্কিং, রিভার্স। 

আরও পড়ুন- সামান্য ভুলে চরম সর্বনাশ! বিকল হতে পারে সাধের এসি মেশিন, খেয়াল রাখুন এই বিষয়টি

বৃহত্তর 2.9 kWh ব্যাটারি ভ্যারিয়েন্ট একবার চার্জে ১৩০ কিমি পর্যন্ত চলতে সক্ষম। সর্বোচ্চ গতি ঘণ্টায় ৭০ কিমি হওয়ায় শহরের রাস্তা ও দৈনন্দিন যাতায়াতে এটি বেশ উপযোগী। Odysse Sun সরাসরি প্রতিযোগিতা করবে Ola ও Ather-এর ইলেকট্রিক স্কুটারের সঙ্গে। যদিও Ola ও Ather কিছু ক্ষেত্রে আরও উন্নত প্রযুক্তি ও স্মার্ট ফিচার দেয়, Odysse Sun তুলনামূলক সাশ্রয়ী, বেশি স্টোরেজ স্পেস এবং ভালো রেঞ্জ দিয়ে গ্রাহককে টানতে পারে।

আরও পড়ুন- ফ্রি'তে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন! সঙ্গে 252 GB ডেটা, Independence day ধামাকা অফারে খেলা শুরু jio-র

যাঁরা শহরে প্রতিদিন যাতায়াতের জন্য আরামদায়ক, দীর্ঘ রেঞ্জ এবং সাশ্রয়ী মূল্যের ইলেকট্রিক স্কুটার খুঁজছেন, তাদের জন্য Odysse Sun একটি ভালো বিকল্প হতে পারে।

Electric Scooter